"ধর, ব্যাংকে তোমার ভাল সঞ্চয় রয়েছে, সুন্দর একটা বাড়ি রয়েছে, ভাল একটা সমাজ, বন্ধু-বান্ধব, আত্মীয়বর্গ, সবকিছুই... কিন্তু যে কোনও মুহূর্তে মৃত্যু আসবে এবং তোমাকে লাথি মেরে বের করে দেবে। তুমি কি করতে পার? মৃত্যু সর্বহরশ্চাহম্ (ভগবদগীতা ১০/৩৪)। মৃত্যু আসবে আর তোমার যা কিছু আছে, সবকিছু ছিনিয়ে নিয়ে যাবে। সব শেষ। আর সে তোমাকে একটা কুকুর বানিয়ে দেবে। এখন ঘেউ ঘেউ কর। (হাসি) তুমি কিভাবে এটি থামাবে? প্রকৃতেঃ ক্রিয়মানানি গুণৈঃ কর্মাণি (ভগবদগীতা ৩/২৭)। তুমি সংসদে দাঁড়িয়ে কিভাবে ঘেউ ঘেউ করতে হয় তা অভ্যাস করেছ, এবার যাও, কুকুর হও আর ঘেউ ঘেউ করতে থাকো। ঘেউ, ঘেউ, ঘেউ। (হাসি) এটিই চলছে। তারা জানে না জীবন কি, জীবনের উদ্দেশ্য কি।"
|