"মা যশোদা পরমেশ্বর ভগবানকে তাঁর পুত্ররূপে পেতে চেয়েছিলেন যার জন্য তিনি, এবং তাঁর পতি শত শত বছর কঠোর তপস্যা করেছিলেন। আর যখন পরমেশ্বর ভগবান তাঁদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন, পতি এবং পত্নী দুজনের সমক্ষেইঃ "তোমরা কি বর চাও?" 'আমরা আপনার মতো একটি পুত্র লাভ করতে চাই।' তখন শ্রীকৃষ্ণ বললেন, 'আমার মতো দ্বিতীয় বা আমার উর্ধ্বে কেউ নেই, তাই আমিই তোমাদের পুত্ররূপে আবির্ভূত হব', এভাবে তিনি তাঁদের পুত্র হয়েছিলেন। তাই তাঁকে এখন অবশ্যই অত্যন্ত সুচারুভাবে তাঁর লীলা সম্পাদন করতে হবে। যশোদা মায়ের এই ভাব আসলে চলবে না যে 'ইনি হচ্ছেন পরমেশ্বর ভগবান'। তাহলে মাতা-পুত্রের ভাবটি আর থাকবে না। যাই হোক, শ্রীকৃষ্ণ তিনি ঠিক একদম একটি ছোট্ট শিশুর মতোই খেলা করছেন। অতএব, এটি শ্রীকৃষ্ণেরই করুণা।"
|