"ভগবান আছেন কি নেই তা খুঁজতেই আমরা ব্যস্ত। যদি ভগবান থাকেনও, তাহলে তাঁর প্রকৃতিটি কি? তাঁর রূপটি কেমন? তিনি কি একজন ব্যক্তি না কি নৈর্ব্যক্তিক? এরকম হাজারো প্রশ্ন । আর এই সমস্ত প্রশ্নের উত্তর বা সমাধান করতে, ভগবান স্বয়ং অবতীর্ণ হয়ে তাঁর নিজের সম্পর্কে বলেন। আর তাঁর সেই মুখনিঃসৃত বাণীগুলোই হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতা। ভগবান স্বয়ং উপস্থিত থেকে তাঁর নিজের সম্পর্কে নিজেই বলছেন। যাতে করে তোমরা তাঁকে জানতে পার, তাঁকে দেখতে পার, তিনি কি, তাঁর কার্যাবলী কি কি। কেবলমাত্র আমাদের সমস্ত সন্দেহ নিরসন করতে ভগবান স্বয়ং এখানে উপস্থিত।"
|