BN/Prabhupada 0079 - আমার কোন শ্রেয় নেই



Lecture on SB 1.7.6 -- Hyderabad, August 18, 1976

এই সমস্ত বিদেশীরা, তারা না হিন্দু, না ভারতীয় না ব্রাহ্মণ। তারা কিভাবে গ্রহণ করছে? তারা বোকা অথবা বদমাশ নয়। তারা খুব শিক্ষিত আর সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। তাই ইরানেও আমাদের কেন্দ্র রয়েছে। তেহরানে, আমি মাত্র সেখান থেকে আসলাম। আমাদের অনেক মুসলিম ছাত্র রয়েছে, আর তারাও এটি গ্রহণ করছে। আফ্রিকাতে, তারাও গ্রহণ করেছে। অস্ট্রেলিয়াতেও গ্রহণ করেছে। সারা বিশ্বে। তো এই হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলন।

পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম
সর্বত্র প্রচার হইবে মোর নাম।

এটি হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী। সারা পৃথিবীতে যত গ্রাম আর শহর আছে, এই কৃষ্ণভাবনামৃত আন্দোলন সর্বত্রই প্রচার হবে। তাই এখানে আমার কোন কৃতিত্ব নেই, এটি শুধু ছোট্ট একটু প্রয়াস আর বিনীত প্রচেষ্টা। তোমরা যদি বল যে একজন ব্যক্তি এটি করে সফল হয়েছে, তাহলে আমাদের সবাই কেন নয়? শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত ভারতবাসীকে আইন সঙ্গত ক্ষমতা দিয়েছেন। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার (চৈ. চ আদি ৯.৪১)। তিনি মানুষের কথা বলেছেন, কুকুর বিড়ালের কথা নয়। তাই মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি'। প্রথমে, বোঝার চেষ্টা কর জীবনের লক্ষ্য কি। একে বলে জন্ম সার্থক। জন্ম সার্থক করি কর পরোপকার। যাও। সর্বত্রই কৃষ্ণভাবনামৃতের খুব চাহিদা রয়েছে।