BN/Prabhupada 0105 - এই বিজ্ঞান পরম্পরা ধারার মাধ্যমে বোঝা যায়



Lecture on BG 18.67 -- Ahmedabad, December 10, 1972

ভক্তঃ শ্রীল প্রভুপাদ কেউ প্রশ্ন করেছে যে: "আপনার পরে কে এই আন্দোলনটি চালিয়ে নিবে?"

প্রভুপাদঃ যে আমাকে জিজ্ঞাসা করছে, সে এটা করবে। (হাসি)

ভারতীয় ব্যক্তি (৫)ঃ আমি কি আমাদের ভক্তদের আপনার পরিকল্পনাকে পুনরায় বহন করে নেয়ার জন্য জিজ্ঞাসা করতে পারি, আপনার পরে আপনার এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভক্তিবিনোদ প্রভুর পরে যেমনটি হয়েছিল, এই অগ্রগতিকে ধরে রাখার জন্যঃ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।

প্রভুপাদঃ এটি ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছেঃ

ইমং বিবস্বতে যোগং
প্রক্তাবান্‌ অহম অব্যয়ম্‌
বিবস্বান্‌ মনবে প্রাহ
মনুঃ ইক্ষাকবে অব্রবীৎ
(ভগবদ্গীতা ৪.১)

সর্বপ্রথম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণভাবনামৃতের এই বিজ্ঞান বলেছেন সুর্যদেবতাকে। এবং সুর্য দেবতা বিবস্বান তা বর্ণনা করেছেন তাঁর পুত্র মনুকে। মনু তাঁর পুত্র ইকক্ষাকুকে বলেছেন। এবং পরম্পরাপ্রাপ্তমিমং রাজর্ষয়ো বিদুঃ (ভ.গী.৪.২) সুতরাং এই বিজ্ঞান গুরু-শিষ্য পরম্পরার মাধ্যমে উপলব্ধ হয়। যেমন আমরা বুঝতে পেরেছি পরম্পরার মাধ্যমে আমার গুরুমহারাজের কাছ থেকে, সুতরাং আমার ছাত্রদের মধ্যে যে এটি বুঝতে পেরেছে, সে এটিকে চালিয়ে নিবে। এটিই প্রক্রিয়া। এটি কোন নতুন জিনিস নয়। এটি পুরানো জিনিস। শুধুমাত্র সঠিকভাবে আমাদের এটি বিতরণ করতে হবে, যেমন আমরা আমাদের পূর্বসূরী আচার্যদের কাছ থেকে শুনেছি। তাই ভগবদ্গীতায় এটি সুপারিশ করা হয়েছেঃ আচার্য উপাসনমঃ "একজনকে অবশ্যই আচার্যের কাছে যেতে হবে।" আচার্যবান্‌ পুরুষো বেদা। শুধুমাত্র জল্পনাকল্পনা আর তথাকথিত পাণ্ডিত্য দ্বারা এটি সম্ভব নয়। এটি সম্ভব নয়। একজনকে অবশ্যই আচার্যের কাছে যেতে হবে। আর আচার্য গুরু-শিষ্য পরম্পরা ধারার মাধ্যমে আসছেন, তাই শ্রীকৃষ্ণ বলেছেন, তদ্‌ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়াঃ (ভ.গী.৪.৩৪) "একজনকে আচার্যের কাছে যেতে হবে, এবং প্রণিপাত বা আত্মসমর্পণের মাধ্যমে বুঝতে চেষ্টা করতে হবে।" এই সমগ্র বিষয়টি আত্মসমর্পণের উপর নির্ভর করছে, যে যথা মাং প্রপদন্তে (BG 4.11)। আত্মসমর্পণ প্রক্রিয়া এবং আত্মসমর্পণের অনুপাত হচ্ছে, কৃষ্ণকে জানার উপায়। যদি আমরা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করি, তাহলে আমরা সম্পূর্ণরূপে কৃষ্ণকে বুঝতে পারব। যদি আমরা আংশিকভাবে আত্মসমর্পণ করি, তবে আমরা আংশিকভাবে কৃষ্ণকে বুঝতে পারব। সুতরাং যে যথা মাং প্রপদন্তে (BG 4.11)। এটি হচ্ছে আত্মসমর্পণের অনুপাত। যিনি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন, তিনিই এই দর্শনটি বুঝতে পারেন। এবং তিনিও শ্রীকৃষ্ণের কৃপায় প্রচার করতে পারেন।