BN/Prabhupada 0106 - কৃষ্ণ থেকে সরাসরি ভক্তির অগ্রগতির ধাপ গ্রহণ করুন
Lecture on BG 18.67 -- Ahmedabad, December 10, 1972
তাই মম বর্ত্মানুবর্তন্তে মানে, যেমন আমেরিকাতে অনেক বড় বড় অট্টালিকা আছে। একটা একশত পাঁচ তলা, আমি মনে করি এটি সবথেকে উঁচু। ধর তোমাকে সবচেয়ে উপরের ফ্ল্যাটে যেতে হবে, সেখানে সিঁড়ি আছে। তো সবাই সেখানে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কেউ হয়ত দশটি ধাপ পার করেছে। আরেকজন পার করেছে পঞ্চাশটি ধাপ, অন্য একজন হয়ত শত ধাপ। কিন্তু তোমাকে পূর্ণ করতে হবে দুই হাজার ধাপ। তাই সিঁড়ি একই। মম বর্ত্মানুবর্তন্তে। কারণ লক্ষ্য হচ্ছে সর্বোচ্চ তলে যাওয়া। কিন্তু একজন যে দশ ধাপ পার করেছে, সে, যে পঞ্চাশ ধাপ পার করেছে তার চেয়ে নিচে আছে। এবং একজন যে পঞ্চাশ ধাপ পার করেছে, সে শতধাপ পার করা ব্যাক্তির চেয়ে নিচে আছে। তাই একইভাবে, বিভিন্ন প্রক্রিয়া আছে। কিন্তু সব প্রক্রিয়া একই নয়। তারা একই লক্ষ্যে কাজ করছেন, কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি, কিন্তু ভক্তি হচ্ছে সর্বোচ্চ পদক্ষেপ। কারণ যখন তুমি ভক্তির স্তরে আসবে, তখন তুমি শ্রীকৃষ্ণকে জানতে পারবে। কর্মযোগ কিংবা জ্ঞানযোগ দ্বারা নয়, সেটি সম্ভব নয়। তুমি চেষ্টা করছ, তুমি সেই লক্ষ্যের দিকে যাচ্ছো, কিন্তু কৃষ্ণ বলেছেন, ভক্ত্যা মামভিজানাতি (ভ.গী ১৮.৫৫) তিনি বলেননি, "জ্ঞানের দ্বারা, কর্ম দ্বারা, যোগ দ্বারা।" না। তুমি সামনে এগিয়ে যেতে পার কিন্তু তুমি তা বুঝতে পারবে না। যদি তুমি যদি শ্রীকৃষ্ণকে জানতে চাও, তাহলে তোমাকে ভক্তিমার্গ অবলম্বন করতে হবে। ভক্ত্যা মামভিজানাতি যাবান্ যশ্চাস্মি তত্ত্বতঃ (ভ.গী.১৮.৫৫) এটাই পদ্ধতি। তাই মম বর্ত্মানুবর্তন্তে মানে "সবাই আমার কাছে আসার চেষ্টা করছে, তাদের ক্ষমতা, যোগ্যতা অনুযায়ী, কিন্তু প্রকৃতপক্ষে যারা আমাকে বুঝতে চায়, সহজ প্রক্রিয়া ... " ঠিক যেমন সিঁড়ি আছে, কিন্তু এই দেশে না, ইউরোপ এবং আমেরিকান দেশগুলোতে, সিঁড়ির পাশাপাশি লিফট আছে, লিফট। তাই সিঁড়ি দিয়ে ধাপে ধাপে সর্বোচ্চ তলায় যাওয়ার পরিবর্তে, তুমি লিফটের সাহায্য নিতে পার। তুমি অবিলম্বে চলে যাবে, এক সেকেন্ডের মধ্যে। তাই যদি তুমি ভক্তিরূপ লিফট নাও, তাহলে অবিলম্বে তুমি কৃষ্ণের সঙ্গে সরাসরি যোগাযোগে আসবে। সিড়ির মাধ্যমে ধাপে ধাপে যাওয়ার পরিবর্তে। কেন তুমি এভাবে যাবে? তাই কৃষ্ণ বলেছেন, সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজঃ (ভ.গী.১৮.৬৬) "তুমি কেবল আমার কাছে আত্মসমর্পণ কর। ব্যাস, তোমার কাজ শেষ।" কেন তুমি এত পরিশ্রম করে ধাপে ধাপে যাবে?