BN/Prabhupada 0121 - মূলত কৃষ্ণই কার্য করেন



Morning Walk At Cheviot Hills Golf Course -- May 17, 1973, Los Angeles

কৃষ্ণ কান্তিঃ মানুষের মস্তিষ্কের জটিল প্রকৃতিতে ডাক্তাররা বিস্মিত হয়।

প্রভুপাদঃ হ্যাঁ। হ্যাঁ। কৃষ্ণ কান্তিঃ তারা বিস্মিত হয়। প্রভুপাদঃ কিন্তু তারা মূর্খ। এটি মস্তিষ্ক নয় যেটি কাজ করছে। এটি চিন্ময় আত্মা যেটা কাজ করছে। একই জিনিস। কম্পিউটার মেশিন। মূর্খ মনে করে যে একটি কম্পিউটার মেশিন কাজ করছে। না। মানুষ কাজ করছে। সে বোতাম চাপে, তারপর তা কাজ করে। অন্যথায়, এই মেশিনের কি মূল্য আছে? তুমি হাজার বছরের জন্য মেশিনটি রেখে দাও, এটি কাজ করবে না। যখন একজন মানুষ আসবে, সে বোতামটি চাপবে, তারপর এটি কাজ করবে। সুতরাং কে কাজ করছে? মেশিনটি কাজ করছে নাকি মানুষ কাজ করছে? এবং মানুষও হচ্ছে একটি যন্ত্র। এবং এটি পরমাত্মা, ভগবানের উপস্থিতির কারণে কাজ করছে। অতএব, চরমে, ভগবান কাজ করছেন। একটি মৃত লোক কাজ করতে পারে না। সুতরাং একজন মানুষ কতদিন বেঁচে থাকে? যতদিন পরমাত্মা আছে, ততদিন আত্মাও সেখানে থাকে। এমনকি আত্মা থাকলেও, যদি পরমাত্মা তাকে বুদ্ধি না দেয়, সে কাজ করতে পারে না। মত্তঃ স্মৃতিঃ জ্ঞানম্‌ অপোহনম্‌ চ (গীতা ১৫.১৫) ভগবান আমাকে বুদ্ধি দিচ্ছেন, "তুমি এই বোতামটি চাপ।" তখনই আমি এই বোতামটি চাপবো। তাই চরমে কৃষ্ণ কাজ করছেন। আরেকজন, প্রশিক্ষণহীন মানুষ এসে এতে কাজ করতে পারে না ,কারণ কোন বুদ্ধিমত্তা নেই। এবং একটি বিশেষ ব্যক্তি যিনি প্রশিক্ষণ প্রাপ্ত, তিনি কাজ করতে পারেন। এই হচ্ছে পন্থা। চরমে কৃষ্ণতেই তা আসছে। তুমি যা গবেষণা করছ, তুমি যা কথা বলছ, সেটাও কৃষ্ণই করছেন... কৃষ্ণ তোমাকে প্রদান করছেন ... তুমি এই সুবিধার জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলে। তাই কৃষ্ণ তোমাকে দিচ্ছেন। কখনও কখনও তুমি দেখবে দৈবক্রমে পরীক্ষা সফল হয়। সুতরাং কখনো কৃষ্ণ দেখেন যে তুমি অনেক হয়রান হয়ে গেছ গবেষণা করতে করতে, "ঠিক আছে, কর" যেমন যশোদা মাতা চেষ্টা করেছিল কৃষ্ণকে বাঁধার কিন্তু তিনি পারছিলেন না। কিন্তু যখন কৃষ্ণ রাজি হলেন, এটা সম্ভব হল। তেমনই এই দৈবক্রমে মানে কৃষ্ণ তোমাকে সাহায্য করছেনঃ "ঠিক আছে তুমি অনেক পরিশ্রম করেছ, এই ফল নাও।" সবকিছুই কৃষ্ণ। মত্তঃ সর্বম্‌ প্রবর্ততে (গীতা ১০.৮) এটা বর্ণনা করা হয়েছে। মত্তঃ স্মৃতির জ্ঞানম্‌ অপোহনম্‌ চ (গীতা ১৫.১৫)সবকিছু কৃষ্ণ থেকে আসছে।

স্বরূপ দামোদরঃ তারা বলে, কৃষ্ণ আমাকে সঠিক দিকনির্দেশনা দেয়নি যে আমি কীভাবে পরীক্ষাগুলি করতে পারি।

প্রভুপাদঃ হ্যাঁ, তিনি তোমাকে দিচ্ছেন। অন্যথায় তুমি এটা কিভাবে করছ। তুমি যাই করছ না কেন, সেটা হচ্ছে কৃষ্ণের অনুগ্রহ। এবং যখন তাঁর প্রতি অনুকূল ও কৃতজ্ঞ থাকবে, তখন কৃষ্ণ তোমাকে আরও সুবিধা প্রদান করবেন। কৃষ্ণ তোমাকে সুবিধা প্রদান করবেন, সাহায্য করবেন, যতটা তুমি চাও ততটা, তার চেয়ে বেশী নয়। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব... যতটা তুমি কৃষ্ণতে আত্মসমর্পণ করবে, তাঁর থেকে ততটাই বুদ্ধি তোমার কাছে আসবে। যদি তুমি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ কর, তাহলে পূর্ণ বুদ্ধি আসবে। এটি ভগবদ্গী‌তাতে বর্ণিত হয়েছে। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম্‌ (গীতা ৪.১১)