BN/Prabhupada 0651 - সম্পূর্ণ যোগপদ্ধতির উদ্দেশ্যই হচ্ছে মনকে আমাদের বন্ধু বানানো



Lecture on BG 6.6-12 -- Los Angeles, February 15, 1969

শ্রীল প্রভুপাদঃ সমবেত ভক্তবৃন্দ কি জয়!

ভক্তগণঃ শ্রীল প্রভুপাদ কি জয়।

শ্রীল প্রভুপাদঃ কত পৃষ্ঠা?

ভক্তঃ শ্লোক ৬

ভক্তঃ যিনি তাঁর মনকে জয় করেছেন, তাঁর মন তাঁর পরম বন্ধু। কিন্তু যিনি তা করতে অক্ষম, তাঁর মনই তাঁর পরম শত্রু। (গীতা 6.6)

শ্রীল প্রভুপাদঃ হ্যাঁ। এই মন... তারা মনের ব্যাপারে বলছে। সম্পূর্ণ যোগপদ্ধতির উদ্দেশ্য হচ্ছে আমাদের মনকে আমাদের বন্ধুতে পরিণত করা। জড় বস্তুর সংস্পর্শে মন... ঠিক যেমন একজন লোক মাতাল অবস্থায়, তার মন তার শত্রু। শ্রীচৈতন্য চরিতামৃতে একটি খুব সুন্দর শ্লোক রয়েছে।

কৃষ্ণ ভুলিয়া জীব ভোগবাঞ্ছা করে,
পাশেতে মায়া তারে জাপটিয়া ধরে।
(প্রেম বিবর্ত)

মনটি... আমি হচ্ছি চিন্ময় আত্মা, পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ। যেই মাত্র আমার মন কলুষিত হয়ে যায়, আমি বিদ্রোহ করি, কারণ যেহেতু আমার ক্ষুদ্র স্বাধীনতা রয়েছে। "আমি কেন শ্রীকৃষ্ণ বা ভগবানকে সেবা করব? আমিই ভগবান।" এটি কেবল মনের নির্দেশ মাত্র। আর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ অবস্থাটিই বদলে যায়। তখন সে মায়ার মিথ্যা প্রভাবের অধীন হয় এবং সারাটি জীবন বরবাদ হয়ে যায়। আর যে ব্যক্তি তা করতে ব্যর্থ হয়েছে, যদি আমরা আমাদের মনকে জয় করতে ব্যর্থ হই... আমরা কত কিছুই না জয় করতে চেষ্টা করছি, সাম্রাজ্য... কিন্তু যদি আমরা আমাদের মনকে জয় করতে অসমর্থ হই, তাহলে এমন কি তুমি যদি একটি সাম্রাজ্যও জয় কর, তা সত্ত্বেও সেটি ব্যর্থতা মাত্র। সে ব্যক্তির নিজের মনই তার চরম শত্রু হয়ে যাবে। পড়।

ভক্তঃ জিতেন্দ্রিয় ও প্রশান্তচিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। সে রকম ব্যক্তির কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। (গীতা ৬.৭)

শ্রীল প্রভুপাদঃ পড়ে যাও।

ভক্তঃ তাঁকেই যোগারুঢ় বলা হয়ে থাকে যিনি শাস্ত্রজ্ঞান ও আত্ম উপলব্ধিতে পরিতৃপ্ত। সেই ধরণের ব্যক্তি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয় এবং তিনি পাথর, মৃৎখণ্ড ও সুবর্ণ, সবকিছুতেই সমদর্শী।" (গীতা ৬.৮)

শ্রীল প্রভুপাদঃ হ্যাঁ। যখন মন সাম্যাবস্থায় থাকে, তখন এই অবস্থাটি আসে। মাটির টুকরো, পাথর বা স্বর্ণ- সবকিছুই তাঁর কাছে সমান মূল্য।