BN/Prabhupada 0767 - ততঃ রুচি। এরপর রুচি। তুমি এর বাইরে থাকতে পারবে না। রুচি বদলে গেছে



Lecture on SB 6.1.39 -- Los Angeles, June 5, 1976

প্রভুপাদঃ তুমি এক সেকেন্ডের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারবে না। তুমি তা পেতে পার, যদি তুমি খুব ঐকান্তিক হও এবং ভগবান তোমার প্রতি সন্তুষ্ট হন। তিনি দিতে পারেন। তিনি তোমাকে তা তৎক্ষণাৎ দিতে পারেন। এটি সম্ভব। কিন্তু এটি খুবই দুর্লভ ক্ষেত্রে হতে পারে। সাধারনভাবে, এটি হচ্ছে পন্থাঃ আদৌ শ্রদ্ধা ততঃ সাধু সঙ্গ। ঠিক যেমন তোমরা এই মন্দিরে এসেছ। তোমাদের কিছু বিশ্বাস আছে, আমাদের সকলেরই। এটিকে বলে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। এই এলাকায় বহু লক্ষ লোক রয়েছে। তারা কেন আসেনি? এটি হচ্ছে শুরু। তোমাদের কিছু বিশ্বাস আছে, শ্রদ্ধা। তোমরা এসেছ। আদৌ শ্রদ্ধা ততঃ সাধু সঙ্গ। এবং তোমরা যদি চালিয়ে যাও... আমরা যা করছি। আমরা বৈদিক সাহিত্য থেকে শিক্ষা লাভ করার জন্য একটা সঙ্গ তৈরি করছি। এটিকে বলে সাধু সঙ্গ। মদের দোকানে আমরা এক ধরণের সঙ্গ তৈরি করি, খাবার দোকানে এক ধরণের সঙ্গ গড়ে তুলি, ক্লাবে এক ধরণের সঙ্গ করি, বিভিন্ন জায়গায়। তো এই জায়গায়, এখানেও একটি সঙ্গ আছে। এটিকে বলে সাধু সঙ্গ, ভক্তদের সঙ্গ করা। আদৌ শ্রদ্ধা ততঃ সাধু সঙ্গ (চৈচ মধ্য ২৩.১৪-১৫)। আর যখন কেউ পরিপক্ক হয়, তখন সে ভক্তিমূলক সেবা সম্পাদন করতে পারে, ভজন ক্রিয়া। যেই মাত্র ভজন ক্রিয়া শুরু হবে, অপ্রয়োজনীয় আজেবাজে বিষয়গুলো দূর হতে থাকবে। কোন অবৈধ সঙ্গ নয়, আর কোন নেশা নয়, মদ্যপান নয়, আর কোন জুয়া খেলা নয়। শেষ। যখন অনর্থ নিবৃত্তিঃ স্যাত, সমস্ত বদভ্যাস চলে যাবে, তখন নিষ্ঠা, তখন দৃঢ় বিশ্বাস, অবিচলিত। ততো নিষ্ঠা ততঃ রুচি। তখন স্বাদ আস্বাদন। তুমি এই ছাউনির বাইরে থাকতে পারবে না। রুচি পরিবর্তন হয়ে গেছে। ততো নিষ্ঠা ততঃ রুচি, তথা আসক্তি, তখন আসক্তি। এরপর ভাব। ভাব মানে পরমানন্দঃ "ওহ্‌ কৃষ্ণ।" এরপর আসে প্রেম। বিভিন্ন স্তর আছে।

তাই এই... প্রকৃত ধর্ম হচ্ছে ভালোবাসা, কিভাবে ভগবানকে ভালবাসতে হয়। এটি হচ্ছে প্রকৃত ধর্ম। ধর্ম... এটি কি? যতো ভক্তির... স বৈ পুংসাং পরো ধর্ম (শ্রীমদ্ভাগবত ১.২.৬)। বিভিন্ন ধরণের ধর্ম রয়েছে, অথবা ধর্মীয় পন্থা। কিন্তু প্রকৃত ধর্মীয় পন্থা কিভাবে ভগবানকে ভালবাসতে হয় সেটা শেখা। এটাই সব। এর বেশী কিছু নয়। কোন আচার অনুষ্ঠান নয়, কোন রীতিনীতি নয়। যদি তোমার হৃদয় সর্বদাই ভগবানের জন্য ক্রন্দন করে, এটিই হচ্ছে প্রকৃত ধর্ম। এটিই আসল ধর্ম। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছে, শুন্যায়িতং জগত সর্বমঃ "ওহ্‌, শ্রীকৃষ্ণ ছাড়া, আমার কাছে সমস্ত জগত শুন্য বলে মনে হচ্ছে।" শুন্য, হ্যাঁ। তো আমাদের কে এই স্তরে আসতে হবে। অবশ্যই, এটি আমাদের সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের দেখিয়েছেন কিভাবে সর্বোচ্চ ধার্মিক ব্যক্তি হতে হয়। সর্বদা অনুভব করা, "ওহ্‌, কৃষ্ণ বিহীন সবকিছু শুন্য।" শুন্যায়িতং জগত সর্বং গোবিন্দ বিরহেন মে। এটি হচ্ছে ধর্ম, এই হচ্ছে ধর্ম। তাই বিষ্ণুদূতগণ যমদূতদের পরীক্ষা করছে, তারা কি বুঝতে পেরেছে ধর্মের অর্থ কি। ধর্ম, আমরা তৈরি করিনি। ধর্ম হচ্ছে না হিন্দু ধর্ম, না মুসলিম ধর্ম, খ্রিষ্টান ধর্ম, এই ধর্ম, সেই ধর্ম। এগুলো কিছু সাম্প্রদায়িক ধারণা হতে পারে, কিন্তু প্রকৃত ধর্ম মানে আমরা কিভাবে ভগবানকে ভালবাসতে শিখবো।

অসংখ্য ধন্যবাদ।

ভক্তবৃন্দঃ জয় শ্রীল প্রভুপাদ।