BN/Prabhupada 0812 - আমরা ভগবানের দিব্যনাম গ্রহণে অনিচ্ছুক



741010 - Lecture SB 01.08.30 - Mayapur

আমরা যদি শুধু শ্রীকৃষ্ণের শাসনতন্ত্রটা বোঝার চেষ্টা করি, তাহলেই আমরা মুক্ত হয়ে যাব। যদি আমরা চেষ্টা করি, তাহলে শ্রীকৃষ্ণ আমাদের সাহায্য করবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, শৃন্বতাং স্বকথাঃ কৃষ্ণঃ পুণ্যশ্রবণকীর্তনঃ (শ্রীমদ্ভাগবত ১.২.১৭)। আমরা যত বেশী শ্রীকৃষ্ণ সম্পর্কে শ্রবণ করবো, তত বেশী আমরা পবিত্র হবো। আমরা শ্রীকৃষ্ণকে জানতে পারি না, কারণ আমরা পবিত্র নই। কিন্তু তুমি যদি শুধু শ্রীকৃষ্ণ নাম শ্রবণ কর- হরে কৃষ্ণ... হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম, হরে হরে-তুমি যদি শ্রবণ কীর্তন কর, তুমি পবিত্র হবে। তাহলে কেন আমরা এতো সহজ পন্থাটি গ্রহণ করবো না, যেহেতু শাস্ত্রেও এটি উল্লেখ রয়েছে, হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম (CC Adi 17.21), শুধু হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ জপ কর, চব্বিশ ঘণ্টা? কীর্তনীয় সদা হরি (CC Antya 20.16)। তুমি নির্ভুল হয়ে উঠবে। কেন আমরা এই সুযোগটি হারাচ্ছি? এটি আমাদের দুর্ভাগ্য। শ্রীচৈতন্য মহাপ্রভু এটি ব্যাখ্যা করেছেন, এতাদৃশী তব কৃপা ভগবন্মমাপিঃ "হে ভগবান আপনি এত উদারভাবে আপনার করুণা প্রদর্শন করছেন, যে শুধু আপনার নাম কীর্তনই যথেষ্ট।" নাম্নামকারি বহুধা নিজসর্বশক্তি। এই নাম জপ অভিন্নত্বান নাম্নামিহ্‌ (CC Madhya 17.133), তার সমস্ত শক্তি এখানে রয়েছে। নাম্নামকারি বহুধা নিজসর্বশক্তিস্তত্রার্পিতা। সব শক্তি এখানে রয়েছে। নাম্নামকারি... অনেক নাম রয়েছে, শুধু একটি মাত্র নাম নয়। যদি তোমার শ্রীকৃষ্ণের নাম করতে ভালো না লাগে, তাহলে অন্যান্য আরও নাম রয়েছে, যেকোনো নাম। অবশ্যই হরের্নাম, শ্রীহরির নাম, অন্যগুলো নয়, হরের্নাম। তাহলে তুমি সমস্ত শক্তি পাবে। নাম্নামকারি বহুধা নিজসর্বশক্তিস্তত্রার্পিতা। নিয়মিতঃ স্মরণে ন কালঃ। এখানে কোন , আমি বোঝাতে চাচ্ছি, বিবেচনায় তুমি সকালে কিংবা সন্ধ্যায়, পবিত্র কিংবা অপবিত্র যেকোনো সময় জপ করতে পার। যেকোনো পরিস্থিতিতেই তুমি জপ করতে পার। নিয়মিতঃ স্মরণে ন কালঃ। এমন কোন ধরাবাঁধা নিয়ম নেই।

সুতরাং শ্রীকৃষ্ণ মানুষের কাছে এতো সহজলভ্য, বিশেষ করে এই কলি যুগে। তবুও আমাদের এতো অনীহা নাম জপ করতে। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু দুঃখ প্রকাশ করেছেন, এতাদৃশী তব কৃপা ভগমন্মমাপিঃ "যদিও আপনি আমাদের মতো অধঃপতিত জীবেদের প্রতি এতো উদার এবং করুনাময়, তবুও, আমি এতো দুর্ভাগা যে, এই পবিত্র নাম জপের প্রতি আমার কোন আগ্রহ নেই।" এটি হচ্ছে আমাদের অবস্থা, দুর্দমনীয়, কুকুরের মত গোঁ। কিন্তু যদি আমরা এটি করি, তাহলে আমরা পবিত্র হবো। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম্‌ ভাগবত সেবয়া (শ্রীমদ্ভাগবত ১.২.১৮)। তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর সুপারিশ হচ্ছে শ্রীমদ্ভাগবত অধ্যয়ন। তুমি পবিত্র হয়েছ কিংবা পবিত্র হওনি, তুমি পড়তে পার, জপ করতে পার। এটি আমাদের বৈষ্ণবীয় নীতি, দায়িত্ব। যতটুকু সম্ভব আমাদের শ্রীমদ্ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবত পড়া উচিত। যেকোনো সাহিত্য- চৈতন্য চরিতামৃত, ব্রহ্মসংহিতা। তাঁদের যেকোনো একটি কিংবা সবগুলো, সেটা কোন ব্যাপার নয়। আর চব্বিশ ঘণ্টাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন কর। এটিই আমাদের কাজ। তো আমরা সবাইকেই এই সুযোগ দিচ্ছি। আমরা এই বিশাল দালানটি বানিয়েছি, অথবা আরও আরও বানাচ্ছি- কেন? প্রত্যেককেই এই সুযোগ দেয়ার জন্য। দয়া করে এখানে আস। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, কীর্তনে অংশগ্রহণ কর, প্রসাদ পাও, এবং তোমার সর্বোত্তমটা কর, যে বিষয়ে তোমার মেধা রয়েছে, সহজভাবে, অত্যধিক ভারাক্রান্তভাবে নয়। যদি তুমি সামান্য কিছু করতে পার, শ্রীকৃষ্ণের জন্য তা কর। প্রত্যেকেই জানে। প্রত্যেকেরই কিছু গুণ রয়েছে। তাই সেই গুণটা শ্রীকৃষ্ণের জন্য, এর উপযুক্ত ব্যবহার করা উচিত। আর তুমি যদি ভাব যে, " না, আমি শুধু জপ করব," ঠিক আছে, তুমি জপ কর। কিন্তু জপের নাম করে ঘুমাবে না। প্রতারণা করবে না, এই ধরণের প্রতারণা ভালো না। তুমি যদি মনে কর যে, তুমি হরিদাস ঠাকুরের মতো জপ করতে পারবে, তাহলে তুমি শুধু জপ কর। আমরা তোমাকে খাবার দিব। কোন চিন্তা নেই। কিন্তু প্রতারণা করার চেষ্টা কর না। তোমাকে নিযুক্ত থাকতে হবে। যৎকরোষি যদশ্নাসি যজ্জুহোসি দদাসি যৎ, তৎকুরুস্ব মদর্পণম্‌ (শ্রীমদ্ভগবদ্গীতা ৯.২৭)। অবশ্যই, যদি আমরা চব্বিশ ঘণ্টাই জপ করতে পারি, সেটি খুবই ভালো। কিন্তু এটি সম্ভব নয়। আমরা খুব উন্নত নই। আমাদের অবশ্যই শ্রীকৃষ্ণের জন্য কিছু না কিছু করতে হবে।

সুতরাং এই হচ্ছে... এই প্রতিষ্ঠান, কৃষ্ণভাবনামৃত আন্দোলন, প্রত্যেককেই সুযোগ দিচ্ছে। এই উদ্দেশ্যে আমরা সারা পৃথিবী জুড়ে কেন্দ্র খুলছি, তোমরা এখানে আস, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন কর, শ্রীকৃষ্ণ সম্পর্কে শ্রবণ কর, ভাগবতম এবং ভগবদগীতা শ্রবণ কর, আর যা কিছু তোমরা করতে পার, শুধু শ্রীকৃষ্ণের জন্য তা কর। তাহলেই তোমাদের জীবন সার্থক।

অসংখ্য ধন্যবাদ।