BN/Prabhupada 0861 - মেলবোর্নের সমস্ত অনাহারী লোকেরা এখানে আসুক। পেট ভরে প্রসাদ পেয়ে যাও



750521 - Conversation - Melbourne

পরিচালকঃ কেউ যদি এখানে এসে ডাকাতি করতে চায়, তাহলে আপনি কীভাবে এর প্রতিক্রিয়া করবেন?

অমোঘঃ উনি বলছেন, "কেউ যদি এই বিল্ডিংয়ে এসে কিছু ডাকাতি করতে চায়, তাহলে আমরা কীভাবে এর প্রতিক্রিয়া করব?

প্রভুপাদঃ ডাকাতি?

অমোঘঃ চোর, যদি এখানে কোন চোর আসে তাহলে আমরা কি করব? অন্য কথায় বলতে গেলে, আমরা কি হিংসার আশ্রয় নেব?

প্রভুপাদঃ যদি কোন চোর আসে, আমরা ওকে শাস্তি দেব।

পরিচালকঃ আপনারা হিংসাত্মক হবেন? প্রভুপাদঃ কেন নয়? চোরকে তো শাস্তি দিতেই হবে।

পরিচালকঃ আপনারা নিজেরাই শাস্তি দেবেন? কি করবেন আপনারা? ওকে নিজেরাই আক্রমণ করবেন?

প্রভুপাদঃ না, আমরাই হোক আর অন্য কেউই হোক, চোরকে শাস্তি দিতেই হবে চোরকে শাস্তি দিতে হবে। আমরা দেই আর আপনারাই দিন, তাতে কিছু যায় আসে না। চোর তো চোর-ই। তাকে তো শাস্তি দিতেই হবে।

পরিচালকঃ যদি সে ক্ষুধার্ত হয়ে কিছু ভাঙতে আসে?

প্রভুপাদঃ কে ভাঙ্গবে?

অমোঘঃ উনি বলছেন যে যদি সেই চোর ক্ষুধার্ত হয়ে চুরি করতে আসে? যদি সে ক্ষুধার তাড়নায় চোর হয়ে খাবার চুরি করতে আসে?

প্রভুপাদঃ আমরা সবাইকে বলি "এখানে এসে খেয়ে যাও। কেন ক্ষুধার্ত থাকবে? আমরা সবাইকে আহ্বান করি, এসো খেয়ে যাও কোন টাকা নেই না। কেন সে ক্ষুধার্ত থাকবে? সবাই মিলে এই কর্মসূচি আরও বাড়ানো উচিৎ। মেলবোর্নের সমস্ত অনাহারী লোকেরা এখানে আসুক। পেট ভরে প্রসাদ পেয়ে যাও। আমরা আহ্বান জানাচ্ছি, আসুন খেয়ে যান। অনাহারে থাকবেন কেন?

পরিচালকঃ যদি সে মাতাল এবং ক্ষুধার্ত হয়ে থাকে, তাহলে? ভক্তঃ আমাদের এখানে দুজন মাতাল আছে, ওরা রোজ আসে আমরা ওদের প্রসাদ খাওয়াই

পরিচালকঃ আপনারা তা করেন? ভক্তঃ হ্যাঁ।

পরিচালকঃ গর্ডন হাউসের মতো। ভক্তঃ হ্যাঁ। ওরা আসে। যেমন আমাদের প্রতি রবিবারে মহাভোজ থাকে। ওরা আসে, আমরা ওদের খেতে দিই।

প্রভুপাদঃ কিছুটা সময় লাগে এটা অভ্যাস করতে নয়তো, এই আন্দোলন সবার পরিবর্তনের জন্যই উন্মুক্ত

পরিচালকঃ কিন্তু আপনাদের তো সীমাবদ্ধতা থাকতে পারে, কত লোককে খাওয়াবেন আপনারা।

প্রভুপাদঃ হুম্‌?

অমোঘঃ উনি বলছেন যে আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে যে আমরা কত মানুষকে খাওয়াতে পারব

প্রভুপাদঃ আমরা অপরিসীম ভাবে খাওয়াতে পারি, যদি সরকার আমাদের সাহায্য করে

পরিচালকঃ আপনার একটা ... একটা জায়গার মতো বানাতে পারেন যেখানে দুস্থ লোকেরা এসে বিনামূল্যে খেতে পারে। প্রভুপাদঃ ওহ্‌ হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকেই, আমরা সবার জন্যই উন্মুক্ত। আসুন এবং প্রসাদ পান

পরিচালকঃ সরকার কি আপনাদের ব্যবহার করতে পারে...?

প্রভুপাদঃ না, আমরা সরকারের দ্বারা ব্যবহার হই না। আমরা সরকারকে ব্যবহারকে করতে পারি সরকার আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না। তাতে কাজ হবে না

পরিচালকঃ একটু দাঁড়ান , একটু দাঁড়ান (অস্পষ্ট) এটা একটা বাস্তবতা যে আমাদের অনেক দুস্থ গৃহহীন আছে এবং আপনি মনে করছেন যে আপনার ধর্মীয় নীতি ওদের সাহায্য করতে পারে এখন সরকার যদি আপনাদের ভর্তুকি দেয় এই সব পরিষেবা দেয়ার জন্য ...

প্রভুপাদঃ সেটা আমরা নিতে পারি।

পরিচালকঃ সেটা আপনি করতে পারেন। যতক্ষণ না তাঁরা আপনাদের সাথে কিছুতে বিরোধী না হয়...

প্রভুপাদঃ না, আমাদের নীতি হচ্ছে...

পরিচালকঃ বলতে চাইছি, অনেক চার্চ সংস্থা আছে যারা বাচ্চাদের নেয় ...

প্রভুপাদঃ আপনারা আসলে দেখতে পারবেন একদিন। আপনি যদি দয়া করে একদিন সকালে আসেন এবং সারাদিন থাকেন তাহলে দেখতে পারবেন আমরা কি কি করি। এবং তারপর যা যা দরকার আপনারা করুন

পরিচালকঃ আমি ব্যক্তিগতভাবে এখানে আসি নি। আমি আমার বিভাগের প্রতিনিধিত্ব করছি

প্রভুপাদঃ না, যাই হোক না...

পরিচালকঃ আপনি যে ব্যাপারটা আমাকে বোঝাতে চাইছেন বা ... সমাজ ... আমরা কেবল খুব গরীব মানুষদের নিয়ে কাজ কঋ আমরা ওদের বলব যে আপনারা কি করছেন এবং তারপর বলব যে হয়তো আমরা একসঙ্গে একটা কিছু করতে পারি অথবা আমি মন্ত্রীকে বলতে পারি যে আমরা শুরু করেছি এবং ওখান থেকে এটা চলতে পারে। এবং আমি আমার অন্য কাজে ফিরতে পারি প্রভুপাদঃ আর তাহলে এঁদের দেখভাল করার জন্য তাঁরা আমাদের ওখান থেকে মাথাপিছু কিছু অর্থ সাহায্য করতে পারে তাহলে আমরা আমন্ত্রণ জানাতে পারি। আমাদের আবাসন বাড়াতে পারি এখন আমরা করছি, কিন্তু আমাদের কোন ব্যবসা নেই, কোন উপার্জন নেই আমরা বই বিক্রি করছি। তাই আমাদের উপার্জন খুব সীমিত তবু আমরা সবাইকে আমন্ত্রণ জানাই। আসুক কিন্তু যদি সরকার আমাদের সাহায্য করেন আমরা এটি আরও বাড়াতে পারি

পরিচালকঃ হ্যাঁ। অবশ্যই এটা একটা রাজনৈতিক আলোচনা। আমি কেবল বলতে পারি...

প্রভুপাদঃ এটি রাজনীতির ঊর্ধ্বে।

পরিচালকঃ ক্ষমা করবেন?

প্রভুপাদঃ এটি সব রাজনীতির অতীত।

পরিচালকঃ এটা আপনার দৃষ্টিকোণ, কিন্তু একটা বিভাগ হিসেবে আমাদেরকে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হয়।

প্রভুপাদঃ হ্যাঁ। বিভাগ মানে তাঁরা আরেক ধরণের দল যেটা ...

পরিচালকঃ হ্যাঁ, সেটি জনগণের ইচ্ছার একটি যন্ত্র মাত্র আমাদের সমাজে জনগণের ভোটে মন্ত্রী নির্বাচিত হন

প্রভুপাদঃ কারণ তাঁরা আপনার মতোই একটি বিভাগ বানিয়েছে ... কি যেন নাম? ভক্তঃ সমাজ কল্যাণ।

প্রভুপাদঃ সমাজ কল্যাণ। তাই তাঁরা যদি সমাজ কল্যাণ করছে এমন মানুষদের পায়, তাহলে সাহায্য করবে না কেন? কেন তাঁরা এর মধ্যে রাজনীতি নিয়ে আসছে? আমরা যদি এখানে সমাজের কল্যাণ করছি, তাহলে এতে সাহায্য করতে আপত্তি কি?

পরিচালকঃ হ্যাঁ। ঠিকই বলেছেন । কিন্তু আমাদের সমাজে মন্ত্রী নির্বাচন করা হয় কিছু নির্দিষ্ট নীতিমালা পূরণ করার জন্য তিনি যা চাইছেন, তা নয়। বরং লোকেরা কি চাইছে। তাঁরা কি পেতে তাঁকে ভোট দিয়েছে। আর এর জন্য তাঁদের করও দিতে হয়

প্রভুপাদঃ আপনাদের নীতি যদি হয়, সামাজিক সংস্কার ...

পরিচালকঃ সামাজিক সংস্কার আমাদের নীতি নয়।

প্রভুপাদঃ তাহলে সামাজিক কল্যাণ।