BN/Prabhupada 0890 - কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে কত সময় লাগে



750522 - Lecture SB 06.01.01-2 - Melbourne

প্রভুপাদঃ হ্যাঁ।

অতিথিঃ আপনি একজন লোককে কীভাবে এই কথা বুঝাবেন যখন সে বলছে... তারা আসলে ভোগান্তি পোহাচ্ছে। কিন্তু তারা বলে যে তারা সুখী এবং তারা মৃত্যুর ভয় পায় না ?

মধুদ্বিষঃ যে ব্যক্তি মৃত্যুকে ভয় পায় না এবং বলে যে সে কোন দুঃখ ভোগ করছে না, তাকে কীভাবে...

প্রভুপাদঃ সে একটা পাগল (হাসি)। ব্যাস। পাগলের জন্ম নিয়ে কে মাথা ঘামায়?

ভক্তঃ কোন কোন লোককে এটা বোঝানো খুব সহজ যে তারা এই দেহ নয় কিন্তু তাদের এটা বোঝানো খুব কঠিন যে তারা তাদের মন নয়। এমন কোন উপায় আছে কি যে আমরা ...

প্রভুপাদঃ সেটি সময় লাগবে। তুমি এটা কীভাবে আশা কর যে এক মিনিতে সবাই সবকিছু বুঝে যাবে? এর জন্য শিক্ষা চাই, সময় চাই, যদি সে সময় দিতে প্রস্তুত তাহলে সে বুঝবে এমন না যে পাঁচ মিনিটে, দশ মিনিটে সে সবকিছু বুঝে যাবে। সেটি সম্ভব না। সে অসুস্থ লোক। তার চিকিৎসা, ওষুধ, পথ্য এসব দরকার। এইভাবে সে বুঝবে একজন অসুস্থ মানুষ যদি ওষুধ খাওয়ার ব্যাপারে পরোয়া না করে, পথ্যের ব্যাপারে। তাহলে সে ভুগবে। হ্যাঁ? কেউ? না?

ভক্তঃ (২) আমরা যদি এই জগতে জন্ম জন্ম ধরে পাপকর্ম করে এসেছি তার মানে কি তাহলে এই যে আমাদের এই জগতে জন্মজন্মান্তর ধরে থেকে পুণ্য করতে হবে সেই পাপকর্মকে শেষ করার জন্য?

প্রভুপাদঃ হম্‌।

মধুদ্বিষঃ আমরা যদি এই জগতে জন্ম জন্ম ধরে পাপকর্ম করে এসেছি তাই এটা কি সম্ভব যে সেই সব পাপ এই এক জন্মেই আমরা শেষ করে দিতে পারি, নাকি তার জন্য অনেক ...?"

প্রভুপাদঃ এক মিনিট। সেটিই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। তুমি ভগবদগীতা পড়ো নি? ভগবান কি বলেছেন? সর্বধর্মান্‌ পরিত্যাজ্য মামেকম্‌ শরণম্‌ ব্রজ, অহম্‌ ত্বাম্‌ সর্ব পাপেভ্য মোক্ষয়িস্যামি (গীতা ১৮/৬৬) "আমার কাছে শরণাগত হও, সবকিছু বাদ দাও। আমি তৎক্ষণাৎ তোমাকে সমস্ত পাপ প্রতিক্রিয়া থেকে মুক্ত করে দেব"। তাই এর জন্য এক মিনিট লাগে। "হে প্রিয় কৃষ্ণ, আমি ভুলে গিয়েছিলাম, আমি এখন বুঝতে পারছি। আমি পূর্ণরূপে তোমার কাছে শরণাগত হচ্ছি" তাহলে তুমি তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে কোন রাখঢাক ছাড়াই, কোন ছলনা ছাড়াই, যদি তুমি পূর্ণরূপে আত্মসমর্পণ কর, কৃষ্ণ সেই নিশ্চয়তা দিয়েছেন অহম্‌ ত্বাম্‌ সর্বপাপেভ্য মোক্ষয়িস্যামি মা শুচঃ তিনি পুনরায় নিশ্চিত করেছেন, "ভেব না যে আমি তোমাকে সব পাপের প্রতিক্রিয়া থেকে মুক্তি দিতে পারব কিনা মা শুচঃ। ব্যাস্‌ শেষ। নিশ্চিত। তুমি এটা করে দেখ"। তাই কৃষ্ণের কাছে শরণাগত হতে কতক্ষণ লাগে? মুহূর্তের মধ্যেই তুমি তা করতে পার। আত্মসমর্পণ মানে তুমি শরণাগত হও আর কৃষ্ণ যেভাবে বলেছেন সেই ভাবে কাজ কর। সেটাই শরনাগতি কৃষ্ণ তোমাকে কি করতে বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদযাজী মাম্‌ নমস্কুরু (গীতা ১৮/৬৫) চারটি কাজঃ "সর্বদা আমার কথা চিন্তা কর, আমার ভক্ত হও, আমাকে পূজা কর, আমাকে নমস্কার কর, পূর্ণ নিবেদন।" তুমি এই চারটি কাজ কর। সেটাই পূর্ণ শরনাগতি মাম্‌ এবৈষ্যশি অসংশয়ঃ "তাহলে নিঃসন্দেহে তুমি আমার কাছে আসবে" সবকিছুই বলা আছে। কৃষ্ণ সবকিছু পূর্ণরূপে দিয়েছেন যদি তুমি তা গ্রহণ কর, তাহলে জীবন অত্যন্ত সরল। কোনই অসুবিধা নেই