BN/Prabhupada 0713 - ব্যস্ত মূর্খ অনেক বিপদজনক

Revision as of 17:40, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.16.23 -- Hawaii, January 19, 1974

যত যত্ন করেই তুমি এই সব জাগতিক সুযোগসুবিধাগুলো বানাও না কেন তুমি এখানে থাকতে পারবে না। কখনই না। তুমি নির্দিষ্ট পরিমাণ শক্তি পেয়েছ মাত্র সেই শক্তি অন্য কোন কাজে লাগানোর কথা তোমার প্রাপ্ত শক্তি তুমি জীবনের আসল উদ্দেশ্যে ব্যবহার করছ না সেই শক্তি তুমি যদি তোমার তথাকথিত জাগতিক সুখস্বাচ্ছন্দ্যের জন্য ব্যবহার কর ... আসলে ওরা কেউই সুখী হচ্ছে না তা না হলে, কেন এতো এতো ছেলে মেয়েরা সবাই হতাশার মধ্যে আছে? কারণ এই ধরণের উন্নতি আমাদের কখনই সুখী করবে না। সেটিই বাস্তব সত্য। সুতরাং, যদি তুমি তোমার শক্তি কেবল অবাঞ্ছিত কাজে ব্যবহার কর তাহলে তুমি উন্নতি করছ না, বরং তুমি পরাজিত হচ্ছ। সেই কথা তারা জানে না।

সেটি শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে পরাভবস্তাবদ্‌ অবোধজতো যাবন্‌ ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম্‌ (SB 5.5.5) পরাভব। পরাভব মানে পরাজয়। তাবৎ - যতক্ষণ পর্যন্ত। জাগতিক লোকের সমস্ত কার্যকলাপ কেবল পরাজয় মাত্র। পরাভবস্তাবদ্‌ অবোধজতো অবোধ - মানে বোকা, মূর্খ, অজ্ঞান, জাতমূর্খ, বদমাশ। আমরা সবাই জন্ম হয়েছি মূর্খ হয়েই। তাই আমরা যদি প্রকৃত শিক্ষা লাভ না করি। তাহলে আমরা বোকা মূর্খই হয়ে থাকব। আর বোকা মূর্খদের কাজ কেবল সময়ের অপচয়ই মাত্র। কারণ ... কি বলে? ব্যস্ত মূর্খ, ব্যস্ত মূর্খ। যদি কোন মূর্খ ব্যস্ত হয়, তার মানে সে কেবল শক্তির অপচয় করছে মাত্র ঠিক বাঁদরের মতো। বাঁদর খুব ব্যস্ত। অবশ্য মি. ডারউইনের মতে তারা বানর থেকেই এসেছে, বানরের কাজ হচ্ছে কেবল সময় নষ্ট করা। সে খুব ব্যস্ত। সবসময় দেখবে বানর খুব ব্যস্ত। ব্যস্ত মূর্খ খুব ভয়ানক। চার ধরণের মানুষ আছে - অলস বুদ্ধিমান, ব্যস্ত বুদ্ধিমান, অলস মূর্খ এবং ব্যস্ত মূর্খ। প্রথম শ্রেণীর লোকেরা হচ্ছে অলস বুদ্ধিমান। ঠিক যেমন দেখবে হাইকোর্টের জজবাবু। ওনারা খুবই অলস এবং সবচাইতে বুদ্ধিমান। প্রথম শ্রেণীর লোক। তাঁরা সবকিছুই খুব সুন্দর, ভদ্র ভাবে করে। আর তারপরের শ্রেণীর লোকেরা হচ্ছে ব্যস্ত বুদ্ধিমান। বুদ্ধি খুব বিচক্ষণতার সাথে ব্যবহার করতে হয়। তৃতীয় শ্রেণীর হচ্ছে অলস মূর্খ। অলস আবার একই সঙ্গে মূর্খ। আর চতুর্থ শ্রেণীর হচ্ছে ব্যস্ত মূর্খ। ব্যস্ত মূর্খ খুবই বিপদজনক। এই সব লোকেরা ব্যস্ত। এমন কি এই দেশেও । কেবল এখানেই নয়, এই দেশেই নয়। ঐ দেশেই নয়। সর্বত্র। ওরা এখন ঘোড়াহীন বাহন বের করেছে - খুব ব্যস্ত। হন্‌ হন্‌ (গাড়ীর শব্দ অনুকরণ করে) । এইভাবে এইভাবে এইভাবে। কিন্তু আসলে তারা বুদ্ধিমান নয় , ব্যস্ত মূর্খ। তাই তারা একতার পর একটা সমস্যাই তৈরি করে যাচ্ছে। সেটিই বাস্তব সত্য। তারা খুব ব্যস্ত , কিন্তু যেহেতু তারা মূর্খ তাই তারা কেবল সমস্যাই সৃষ্টি করছে।