BN/731105 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যে আত্মসমর্পণ করেছে, তার কর্ম ফল শেষ। সে যদি আর কর্ম না করে, যজ্ঞতে কর্ম, কোন কর্ম নেই, তাহলে সে সুরক্ষিত। সুতরাং যদি তুমি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকো, তাহলে তুমি সুরক্ষিত। এবং যখনি নিজের জন্য কাজ করবে- কর্মবন্ধন। ব্যাস। খুব সহজ উদাহরণ: সৈনিক, যুদ্ধ করছে -তার কাজ হত্যা করা, তখন তাকে পুরস্কৃত করা হয়। যখন নিজের জন্য অন্যকে হত্যা করে, তখন ফাঁসি দেওয়া হয়।"
|
৭৩১১০৫ - কথোপকথন বি - দিল্লী |