BN/730928 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"সুতরাং একজনকে বুঝতে হবে, বর্তমানে মানুষ এতো বোকা যে পরবর্তী জীবনে বিশ্বাস করেনা। মূঢ়। সাধারণ আধ্যাত্মিক জ্ঞান নেই, ভগবান এবং শ্রীকৃষ্ণকে বোঝা তো দূরের কথা? সাধারণ আধ্যাত্মিক জ্ঞান মানে বোঝা, 'আমি এই দেহ নোই। আমি আত্মা। আমি এই জড়জগতে এসে পড়েছি, তাই, আমার বিভিন্ন ইচ্ছা অনুযায়ী, আমি বিভিন্ন দেহ গ্রহণ গড়ে চলেছি এবং পৃথিবী ভ্রমণ করে চলেছি- কখনো এই দেহে, কখনো অন্য দেহে, কখনো এই গ্রহে, কখনো অন্য গ্রহে। এই আমার দুর্বিসহ অবস্থা হয়ে পড়েছে।"
|
৭৩০৯২৮ - প্রবচন ভগবদ্গীতা ১৩.০৫ - বোম্বে |