BN/Prabhupada 0996 - আমার পেছনে আসার জন্য আমি তোমাদের আমেরিকান ছেলে মেয়েদের ঘুষ দেই নি। একমাত্র সম্পদ ছিল জপ

Revision as of 07:01, 31 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


730406 - Lecture SB 02.01.01-2 - New York

প্রভুপাদ: তাই পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীর কাছে প্রশ্ন করেছিলেন ... "আমার কি করণীয়? এখন আমি সাত দিনের মধ্যে মারা যাব, আমার কি করণীয়?" তাই তিনি কৃষ্ণের সম্বন্ধে জিজ্ঞাসা করলেন কারণ পরীক্ষিত মহারাজ, বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, অর্জুনের পৌত্র হিসেবে... পাণ্ডবেরা, তারা বৈষ্ণব এবং ভগবানের ভক্ত, তাই শৈশব থেকেই তিনি কৃষ্ণের পূজা করার সুযোগ পেয়েছিলেন। তিনি কৃষ্ণের বিগ্রহ নিয়ে খেলা করতেন, তাই স্বাভাবিকভাবেই তিনি কৃষ্ণের কথা শুনতে আগ্রহী ছিলেন। তাই তিনি জিজ্ঞাসা করেছিলেন, "আমার কি করণীয়? আমি কি কেবল কৃষ্ণের কথা শুনব, নাকি অন্য কিছু? " এই প্রশ্ন শুনে শুকদেব গোস্বামী প্রশংসা করলেন যে, বরীয়ান্‌ এষ তে প্রশ্নঃ (ভাগবত ২/১/১) "ওহ, তোমার প্রশ্নটি অত্যন্ত সুন্দর, অত্যন্ত প্রশংসনীয়, বরীয়ান্‌।" বরীয়ান্‌ মানে "অত্যন্ত প্রশংসনীয়," আমি কি দিয়েছি, বরীয়ান্‌। মহিমান্বিত, হ্যাঁ।"মহিমান্বিত প্রশ্ন, কারণ তুমি শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন করেছ।"

বরীয়ান্‌ এষ তে প্রশ্নঃ কৃতো লোকহিতম্‌ নৃপঃ (ভাগবত ২/১/১) "আমার প্রিয় রাজা, এই প্রশ্নটি পৃথিবীর সকল মানুষের জন্য শুভ।" যদি তুমি কেবল কৃষ্ণ সম্পর্কে জিজ্ঞাসা কর বা কৃষ্ণের কথা শোন, যদিও আমরা বুঝতে পারছি না, কিন্তু কৃষ্ণের সেই তরঙ্গ ... ঠিক যেমন আমরা "হরে কৃষ্ণ" জপ করছি, আমরা হয়তো হরেকৃষ্ণের অর্থ বুঝতে পারছি না, কিন্তু তারপরও, যেহেতু এটি চিন্ময় শব্দ তরঙ্গ, এটিও পবিত্র। তুমি যেখানেই হরে কৃষ্ণ জপ কর না কেন, তারা শুনতে পারে অথবা নাও শুনতে পারে, তারপরও এটি তাদের জন্য শুভ। তাই আমরা আমাদের ছেলেদের সঙ্কীর্তন করার জন্য রাস্তায় রাস্তায় পাঠাচ্ছি। মানুষ শুনতে আগ্রহী কিনা তাতে কিছু যায় আসে না, কিন্তু এটি শুভ। এটি এমন একটি পরিবেশ তৈরি করবে যা মানব সমাজের জন্য খুবই উপযোগী। এটাই আমাদের নীতি হওয়া উচিত। এই নয় যে আমরা জপ করছি, কেউ যত্ন নিচ্ছে না, তাতে আমরা হতাশ হব না। আমাদের, এই সংকীর্তন আন্দোলন এত সুন্দর যে কেবল জপ করে, এই শব্দ তরঙ্গ একটি শুভ পরিবেশ তৈরি করবে, বরীয়ান্‌ এষ তে প্রশ্নঃ(ভাগবত ২.১.১)। এখন তোমরা ব্যবহারিকভাবে দেখতে পার, যারা পুরানো সদস্য... তাই আমি এই নিউইয়র্কে সেই দোকানের সামনে কেবল জপ করতে শুরু করেছি। আমার পেছনে আসার জন্য আমি তোমাদের আমেরিকান ছেলে মেয়েদের ঘুষ দেই নি এই জপই ছিল একমাত্র সম্পদ। টমপকিনসন স্কয়ার পার্কে, এই ব্রহ্মানন্দ স্বামী সেই প্রথম আমার কীর্তনে নৃত্য করতে এসেছিল। (হাসি) সে এবং অচ্যুতানন্দ, সেটি ছিল আমাদের কৃষ্ণভাবনামৃত আন্দলনের প্রথম নৃত্য। (হাসি) হ্যাঁ। এবং আমার কোন মৃদঙ্গ ছিল না। সেখানে ছিল, সেটা কি?

ভক্তঃ(অস্পষ্ট) ড্রাম।

প্রভুপাদঃ ড্রাম, ছোট ড্রাম। আমি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিলাম, দুটো থেকে পাঁচটা পর্যন্ত, তিন ঘণ্টার জন্য, এবং অনেক ছেলে মেয়েরা আসছিল এবং যোগদান করছিল, এবং টাইমসে প্রথম ছবি দিয়েছিল। নিউ ইয়র্ক টাইমস, তারা প্রশংসা করেছিল, এবং লোকেরাও প্রশংসা করেছিল। সুতরাং এই নামকীর্তন, শুরুটা ছিল শুধু কীর্তন। সেখানে আর কিছু ছিল না। তখন প্রসাদ বিতরণের কোন কর্মসূচি ছিল না, পরে এটি এসেছিল। সুতরাং আমাদের সর্বদা আত্মবিশ্বাসী হওয়া উচিত যে এই জপ জড় জগতের কোন শব্দ তরঙ্গ নয়। এই জপ জড় জগতের কোন শব্দ তরঙ্গ নয় নরোত্তম দাস ঠাকুর বলেছেন, গোলকের প্রেম-ধন হরি-নাম-সংকীর্তন। এটি চিন্ময় জগত থেকে আনা হয়েছে।। এটি সম্পূর্ণ চিন্ময়। নইলে এটা কিভাবে সম্ভব? মাঝে মাঝে কিছু তথাকথিত যোগীরা , তার বলছে যে জপ...।। বোম্বেতে একজন তথাকথিত বদমাশ আছে, সে বলে, "হরে কৃষ্ণ মন্ত্র জপ এবং কোকাকোলার জপ একই। " সে এমনই একজন বদমাশ। সে জানে না যে এটি জড় জগতের কোন শব্দ তরঙ্গ নয়। কিন্তু যার কোন জ্ঞান নেই, তারা মনে করে যে, "হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ" এই মন্ত্রের অর্থ কি? " কিন্তু তারা প্রত্যক্ষভাবে দেখতে পারে যে আমরা সারা দিন রাত জপ করতে পারি, তারপরও আমরা ক্লান্ত হব না, কিন্তু তোমরা অন্য কোন জাগতিক নাম নাও, তিনবার বলার পরই তোমরা ক্লান্ত হয়ে যাবে। সেটাই প্রমাণ। তুমি সারা দিন রাত জপ করে যেতে পার, তুমি কখনো ক্লান্ত হবে না। তো এই মানুষগুলো, দুস্থ মানুষগুলো, তাদের বোঝার মত কোন মস্তিষ্ক নেই।