BN/Prabhupada 1069 - ধর্ম শব্দে যা বুঝায় তা সনাতন-ধর্ম থেকে কিছুটা ভিন্ন। ধর্ম বলতে সাধারণত কোন বিশ্বাসকে বো
660219-20 - Lecture BG Introduction - New York
ধর্ম বলতে সাধারণত কোন বিশ্বাসকে বোঝায়। যা পরিবর্তন হতে পারে। সনাতন ধর্ম পরিবর্তন হতে পারে না তাই সনাতন-ধর্ম সম্বন্ধে পূর্বে বলা হয়েছে, ভগবান সনাতন। এবং দিব্য ধাম, যাহা চিদাকাশের অতীত, এটাও সনাতন। এবং জীব, তারাও সনাতন। জীব যখন সনাতন পরমেশ্বরের সান্নিধ্য সনাতন ধামে, মানব জীবনের পরম লক্ষ্য সার্থক হয়ে ওঠে। পরমেশ্বর ভগবান সকল জীবের প্রতি পরম করুণাময় কারণ সমস্ত জীব পরমেশ্বরেরই সন্তান। ভগবান বলেছেন, সর্বযোনিষু কৌন্তেয় মূর্তয়ঃ সম্ভবন্তি যাঃ (ভ. গী. ১৪/৪) সকল জীব, সকল প্রকারের জীব… বিভিন্ন কর্ম অনুসারে বিভিন্ন প্রকারের জীব রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবানের বলেছেন তিনিই সকল জীবের পিতা, এবং তাই এই পৃথিবীতে ভগবান অবতরণ করেন এই সমস্ত পতিত বদ্ধ জীবদের উদ্ধার করতে চিদাকাশে, সনাতন ধামে ফিরিয়ে নেওয়ার জন্য, যাতে তারা তাদের শাশ্বত সনাতন অবস্থা ফিরে পেয়ে ভগবানের সঙ্গে চিরন্তন সঙ্গ লাভ করতে করে পারে। ভগবান স্বয়ং বিভিন্ন অবতার রূপে অবতরণ করেন। কখনও বা তিনি তাঁর বিশ্বস্ত অনুচরকে অথবা তাঁর প্রিয় সন্তানকে পাঠান, কখনও বা তাঁর অনুগামী ভৃত্যকে বা আচার্যকে পাঠান বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করবার জন্য।
সনাতন ধর্ম বলতে কোন সাম্প্রদায়িক ধর্মপদ্ধতিকে বোঝায় না। এটি হচ্ছে পরম শাশ্বত ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত নিত্য শাশ্বত জীবসকলের নিত্য ধর্ম। আগেই বলা হয়েছে, সনাতন ধর্ম হচ্ছে জীবের নিত্য ধর্ম। শ্রীপাদ রামানুজাচার্য সনাতন শব্দটির ব্যাখ্যা করে বলেছেন ”যার কোন শুরু নেই এবং শেষ নেই” তাই আমরা যখন সনাতন ধর্মের কথা বলি, আমাদের মেনে নেওয়া উচিত শ্রীপাদ রামানুজাচার্যের নির্দেশানুসারে আমাদের মনে রাখতে হবে যে, এই ধর্মের আদি নেই এবং অন্ত নেই। ধর্ম শব্দে যা বুঝায় তা সনাতন-ধর্ম থেকে কিছুটা ভিন্ন। ধর্ম বলতে সাধারণত কোন বিশ্বাসকে বোঝায়। যা পরিবর্তন হতে পারে। কোন বিশেষ পন্থার প্রতি কারো বিশ্বাস থাকতে পারে, এবং সে এই বিশ্বাসের পরিবর্তন করে অন্য কিছু গ্রহণ করতেও পারে। কিন্তু সনাতন ধর্ম বলতে সেই সব কার্য কলাপকে বোঝায়, যা পরিবর্তন হতে পারে না। যেমন জল এবং তরলতা। জল থেকে তার তরলতা কখনই বাদ দেওয়া যায় না। তাপ এবং আগুন। তাপ আগুন থেকে বাদ দেওয়া যায় না। তেমনই সনাতন জীবের সনাতন বৃ্ত্তি জীবের থেকে আলাদা করা যায় না। ইহা পরিবর্তন করা সম্ভব নয়। আমাদেরকে শাশ্বত জীবের শাশ্বত কর্ত্তব্য কর্মটি কি, তা খুঁজে বের করতে হবে। সুতরাং যখন আমরা সনাতন ধর্মের কথা বলি, প্রামাণ্য ভাষ্য মেনে নিতে হবে শ্রীপাদ রামানুজাচার্যের-প্রমান দ্বারা”এর কোন আদি-অন্ত নেই”। যার কোন আদি নেই, অন্ত নেই, সেই ধর্ম কখনই সাম্প্রদায়িক হতে পারে না। এই ধর্ম সমস্ত জীবের ধর্ম, তাই তাকে কখনই কোন সীমার মধ্যে সীমিত রাখা যায় না। যখন আমরা সনাতন-ধর্মের প্রচার চালিয়ে যাচ্ছি, কতিপয় সাম্প্রদায়িক লোক মনে করে যে সনাতন ধর্মও একটি সাম্প্রদায়িক ধর্ম। আমরা যখন আধুনিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে সনাতন ধর্মের যথার্থতা বিশ্লেষণ করি, তখন দেখি যে এই সনাতন-ধর্ম প্রতিটি মানুষের ধর্ম-শুধু তাই নয়, এই ধর্ম সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের ধর্ম। অসনাতন ধর্মবিশ্বাসের সূত্রাপাতের ইতিহাস পৃথিবীর ইতিহাসের বর্ষপঞ্জিতে লেখা থাকতে পারে, কিন্তু সনাতন ধর্মের কোন ইতিহাস নেই, কারণ সনাতন ধর্ম জীবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থেকেই চিরকালই বর্তমান। তাই জীব সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে যে, সে জন্ম-মৃত্যুর অতীত। ভগবদ্গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, জীবের জন্ম নেই, মৃত্যু নেই। সে শাশ্বত ও অবিনশ্বর এবং তার দেহের মৃত্যু হলেও তার কখনই মৃত্যু হয় না।