BN/760313 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়াপুর

Revision as of 01:29, 13 February 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যারা সাধারণ পাপী, তারা অন্তত একবার হলেও (বাইরের) আলো দেখতে পায়, কিন্তু যারা অত্যন্ত জঘন্য পাপী, তাদের মাতৃজঠরেই মৃত্যুবরণ করতে হয়। তারা এমন কি বেরিয়ে এসে আলোটুকুও দেখতে পায় না। আজকাল এমন কতোই না ঘটনা ঘটছে, এটি অত্যন্ত... কত শিশুরা, মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হওয়ার আগেই, সূর্যের আলো দেখবার আগেই, তাদের হত্যা করা হচ্ছে। মেরে ফেলার পর, হত্যা হয়ে যাবার পর, সেই দেহটির বিনাশ হয়ে যায়। তারপর তাকে অন্য একটি দেহে দেয়া হয়। তারপর আরেকটি মায়ের গর্ভে যেতে হয়। আবার দেহের বিকাশ হয়, তারপর আবার তাকে হত্যা করা হয়। ভেবে দেখ।"
৭৬০৩১৩ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৭/৯/৩৫ - মায়াপুর