BN/Prabhupada 0062 - ২৪ ঘন্টা কৃষ্ণকে দেখুন: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0062 - in all Languages Category:BN-Quotes - 1974 Category:BN-Quotes - L...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Hindi|HI/Prabhupada 0061 - यह शरीर त्वचा, हड्डी, रक्त का एक थैला है|0061|HI/Prabhupada 0063 - मुझे एक महान मृदंग वादक होना चाहिए|0063}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 0061 - এই দেহটি একটি চামড়া, হাড় ও রক্তের থলে মাত্র|0061|BN/Prabhupada 0063 - আমায় এক মহান মৃদংঙ্গ বাদক হতে হবে|0063}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 30: Line 30:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
প্রভুপাদ ; আরাধিত যদি হরিস তপোসা ততো কিম। যদি তুমি ভগবানের পুজা করো তবে আর কোন তপ্যসা বা আক্ষেপ প্রয়োজন নেই। কারণ আত্ম -উপলব্ধি বা ভগবানকে জানতে অনেক প্রক্রিয়া, তৃপ্তি, দার্শনিকতা আছে। কখনও কখনও আমরা বনে যাই, বনে যাই ভগবানকে খুঁজতে,  ভগবান কোথায় .. সেখানে, সেখানে বিভিন্ন প্রক্রিয়া আছে, কিন্তু শাস্ত্র বলেছে যদি আপনি আসলে কৃষ্ণকে পূজা করেন, আরাধিত যদি হরিস তপসা ততো কিম, আপনার তীব্র তৃষ্ণা এবং তপ্যসা চলছে এর আর প্রয়োজন নেই। এবং না আরাধিত, ন আরাধিত যদি হরিস তপসা ততো কিম, এবং শেষ পর্যন্ত গুরুতর হয়ে... পরে, কঠোর তপস্যা এবং আক্ষেপ চলছে, যদি,যদি আপনি কৃষ্ণ কে না জানেন , তাহলে এসবের কি প্রয়োজন ? এটা নিরর্থক। নারাধিত যদি হরিস তপসা ততো কিম, অন্তর বাহির যদি হরিস তপসা ততো কিম। একইভাবে, যদি আপনি চব্বিশ ঘন্টা, ভিতরে এবং বাইরে কৃষ্ণকে দেখতে পারেন, তখন সব তপস্যা শেষ হয়।
শ্রীল প্রভুপাদঃ আরাধিতো যদি হরিস্তপসা ততঃ কিম্ যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পার, তাহলে আর কোনও তপস্যা বা কৃচ্ছতার দরকার নেই। কারণ আত্মোপলব্ধি বা ভগবানকে জানার জন্য বহু রকমের পন্থা, তপস্যা কৃচ্ছতা রয়েছে। ভগবান কোথায় আছেন তা দেখতে কখনও কখনও আমরা বনে যাই, বিভিন্ন ধরণের পন্থা রয়েছে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে যদি তুমি শ্রীকৃষ্ণের আরাধনা কর, আরাধিতো যদি হরিস্তপসা ততঃ কিম্, তাহলে আর কোনও কঠোর তপস্যা বা কৃচ্ছতা সাধনের প্রয়োজনীয়তা নেই। এবং নারাধিতো, নারাধিতো যদি হরিস্তপসা ততঃ কিম্। চরমে অনেক অনেক কঠোর থেকে কঠোরতম তপস্যা বা কৃচ্চছতার পরও যদি তুমি এটাই না জান যে শ্রীকৃষ্ণ কে, তাহলে এর কি অর্থ রয়েছে? এটি মূল্যহীন। নারাধিতো যদি হরিস্তপসা ততঃ কিম্, অন্তর্বাহির্যদি হরিস্তপসা ততঃ কিম্। একই ভাবে, যদি তুমি ২৪ ঘণ্টাই অন্তরে এবং বাহিরে শ্রীকৃষ্ণকে দেখতে পারো তাহলে সেটিই সমস্ত ধরণের তপস্যার অন্ত। এখানে শ্রীকৃষ্ণ আবারো বলছেন, কুন্তীদেবী বলেছেন, যে "যদিও শ্রীকৃষ্ণ অন্তরে এবং বাহিরে বিদ্যমান, যেহেতু তাঁকে দেখার মতো চোখ আমাদের নেই, "অলক্ষ্যম্" - অদৃশ্য। ঠিক যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ছিলেন কেবল মাত্র পাঁচ পাণ্ডবেরা এবং তাঁদের মাতা কুন্তীদেবী বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। আর অল্প কিছু ব্যক্তিরা (তাঁকে বুঝেছিলেন)। যদিও শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিৎ ছিলেন, অন্য অনেকেই তাঁকে সাধারণ মানুষ বলে মনে করেছিলেন। অবজানন্তি মাম্ মূঢ়া মানুষীং তনুমাশ্রিতং। যেহেতু তিনি মানব সমাজের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ ছিলেন তাই তিনি স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও যেহেতু তাঁকে দেখার মতো চোখ ওদের ছিল না, তাই ওরা দেখতে পায় নি। তাই কুন্তী দেবী বলছেন 'অলক্ষ্যম্' "আপনি অদৃশ্য'। যদিও আপনি "অন্তঃবহিঃ, সর্বভূতানাং" তিনি কেবল ভক্তদেরই অন্তঃবহিঃ নন, সকলেরই। প্রত্যেকেরই হৃদয়ে শ্রীকৃষ্ণ বিরাজমান। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে। এইখানে, হৃদ্দেশে, হৃদয়ে শ্রীকৃষ্ণ বিরাজ করেন। তাই এই ধ্যান বা যোগ পন্থা হচ্ছে কিভাবে শ্রীকৃষ্ণকে হৃদয়ে খুঁজে বের করা যায়। তাকেই বলা হয় ধ্যান। তাই শ্রীকৃষ্ণের অবস্থান সর্বদাই চিন্ময়। যদি আমরা কৃষ্ণভাবনামৃতের এই চিন্ময় পন্থাটি গ্রহণ করি, বিধিবদ্ধ নিয়মগুলো পালন করি এবং পাপময় জীবন থেকে মুক্ত থাকতে চেষ্টা করি, কারণ পাপময় কর্মে লিপ্ত থাকা অবস্থায় তুমি শ্রীকৃষ্ণকে দেখতে বা বুঝতে পারবে না। তা সম্ভব নয়। ন মাম্ দুষ্কৃতিনো মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ যারা দুষ্কৃতিনঃ - কৃতি মানে সুমেধা, সুমেধাসম্পন্ন; কিন্তু দুষ্কৃতি মানে যারা তাদের মেধাকে পাপকার্যে নিযুক্ত করেছে, তাই আমরা অনুরোধ করি যে এটি আসলে আমাদের অনুরোধ নয়, এইসব বিধি নিয়ম পাপকার্য থেকে মুক্ত থাকতে হলে এগুলো অবশ্যই মেনে চলতে হবে। পাপকার্য বা পাপময় জীবনের চারটি স্তম্ভ হচ্ছে অবৈধ যৌনসঙ্গ, আমিষাহার, মাদকনেশা এবং দ্যূতক্রীড়া। তাই আমাদের শিষ্যদের উপদেশ দেয়া হয়, উপদেশ নয়, তাদেরকে অবশ্যই এগুলো মেনে চলতে হবে; অন্যথায় তারা অধঃপতিত হতে পারে। কারণ একজন পাপী লোক ভগবানকে দর্শন করতে পারবে না। একদিকে আমাদের এই বিধিবদ্ধ নিয়মগুলো মেনে চলতে হবে আর ভগবৎসেবা চালিয়ে যেতে হবে, অন্যদিকে আমাদেরকে এই পাপময় কাজগুলো থেকে বিরত থাকতে হবে। তবেই শ্রীকৃষ্ণ উপস্থিত হবেন আর তুমি তাঁর সঙ্গে কথা বলতে পারবে। আমরা শ্রীকৃষ্ণের সঙ্গেই থাকতে পারব। শ্রীকৃষ্ণ এতোই দয়ালু। ঠিক যেমন কুন্তী মহারাণী শ্রীকৃষ্ণের সঙ্গে তাঁর ভাইপো'র মতো কথা বলছেন, ঠিক একই রকম ভাবে তুমিও শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে পারবে, তাঁকে তোমার পুত্ররূপে, তোমার পতিরূপে, তোমার প্রেমিক রূপে, তোমার বন্ধুরূপে, তোমার প্রভুরূপে; ঠিক যেমন তুমি চাও।


তাই এখানে কৃষ্ণ আবার বলছেন,  কুন্তি বলেছেন যদিও কৃষ্ণ ভিতরে ও বাইরে আছেন। কারন আমরা এমন চক্ষুপায়নি যে  তাকে দেখতে পাবো। আলক্ষম, দৃশ্যমান নয়। যেমন এখানে কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে উপস্থিত ছিলেন, শুধু পাঁচ পান্ডব, ঠিক যেমন, এবং তাদের মা কুন্তি, তারা জানতো যে কৃষ্ণ পরম পুরুষ ভগবান। এবং অন্য কয়েকজন । সুতরাং যদিও কৃষ্ণ উপস্থিত ছিল, তবুও কেউ তাকে সাধারণ মানুষ হিসাবে গ্রহণ করেছিল। আবজা....,আবজানন্তি মাং মুডা মানুশিং তনুম আশ্রিতম: ([[Vanisource:BG 9.11|ভা.গী. ৯.গা ]])। কারণ তিনি মানব সমাজের প্রতি অত্যন্ত সদয় ছিলেন, তিনি ব্যক্তিগতভাবে আসেন। তবুও, তাকে দেখার জন্য তাদের চোখ ছিল না, তারা দেখতে পারত না। তাই কুন্তি বলেছেন, অলক্ষম, আপনি অদৃর্শ। যদিও আপনি অন্ত বাহি , সর্ব-ভুতানাম।" এটা নয় যে ভক্তের অন্ত বাহি- প্রত্যেকে।
আমি এই শিকাগো মন্দিরটি দেখে অত্যন্ত আনন্দিত। তোমরা খুব ভালোভাবে সবকিছু করছো আর মন্দিরকক্ষটিও খুব সুন্দর। তাই এই সেবার মনোবৃত্তি নিয়ে এগিয়ে চল এবং শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে চেষ্টা কর। তাহলেই তোমার জীবন সার্থক হবে।


প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ বসে আছেন ।ঈশ্বর সর্ব ভুতানাম হৃদেশে।([[Vanisource:BG 18.61|ভা.গী. ১৮.৬১ ]]) ইশারা করে, হৃদেশে , এখানে হৃদয়ে , কৃষ্ণ এখানে আছে। এখন, তাই, ধ্যান, যোগশাস্ত্র নীতি হল হৃদয়ের মধ্যে কৃষ্ণকে কিভাবে খুঁজে বের করা যায়। এটা ধ্যান বলা হয়। সুতরাং কৃষ্ণের অবস্থান সবসময় চিন্ময়। আমরা যদি এই চিন্ময় প্রক্রিয়া গ্রহণ করি, কৃষ্ণ ভাবনার, নিয়ম নীতিগুলি, এবং পাপী জীবন থেকে মুক্ত হতে চেষ্টা করি। কারণ আপনি কৃষ্ণকে দেখতে বা কৃষ্ণকে  বুঝতে পারবেন না যতক্ষন আপনি সমস্ত পাপ কার্যকলাপের অনুশীলন করছেন। এটি সম্ভব নয়। ন মাং দুষ্কৃতিনো মুঢ়া প্রপদন্তে নরাধমা  ([[Vanisource:BG 7.15|ভা.গী. ৭.১৫ ]]) । যারা দুষ্কৃতিনো ... কৃতি মানে মেধা, মেধাবী; কিন্তু দুষ্কৃতি, কিন্তু মেধাকে পাপী কার্যকলাপের জন্য প্রয়োগ করা হয়।
সকলকে অসংখ্য ধন্যবাদ।


সুতরাং, আমরা আমাদের অনুরোধ করি... আমাদের অনুরোধ করা উচিত না; এটা আমাদের, আমার বলার অর্থ, নিয়ম এবং নীতি।, যে একজনকে পাপী কার্যক্রম থেকে মুক্ত হতে হবে। পাপী কার্যকলাপ, পাপী জীবনের চারটি স্তম্ভ, অবৈধ যৌন জীবন, মাংসা আহার, নেশা  এবং জুয়া। তাই আমাদের ছাত্রদের পরামর্শ দেওয়া হয় ..., পরামর্শ দেওয়া উচিত নয়, তাদের অবশ্যই অনুসরণ করতে হবে; অন্যথায় তারা পতন হবে। কারণ একজন পাপী মানুষ ভগবানকে বুঝতে পারে না। একপাশে আমদের নিয়ম নীতি এবং ভক্তিমূলক প্রক্রিয়া অনুশীলন করা উচিত, অন্য দিকে আমাদের পাপী কার্যক্রম এড়ানো উচিত। তাহলে কৃষ্ণ উপস্থিত হবেন এবং আপনি কৃষ্ণের  সঙ্গে কথা বলতে পারবেন, আমরা কৃষ্ণের সঙ্গে থাকতে পারবো। কৃষ্ণ খুব দয়ালু । যেমন কুন্তী, তার ভাইপো হিসাবে কৃষ্ণের সঙ্গে কথা বলছে। সেরকম তুমি কৃষ্ণের সঙ্গে পুত্র হিসাবে , স্বামী হিসাবে কথা বলতে পারো। তোমার প্রেমিক হিসাবে, তোমার বন্দধু হিসাবে, তোমারমাস্টার হিসাবে, তোমার পছন্দ মত।
ভক্তবৃন্দঃ জয়। হরি বোল।
 
তাই আমি খুব খুশি এই, এই, শিকাগো মন্দির দেখার জন্য। আপনি খুব ভালো করছেন, এবং হল খুব সুন্দর। তাই তোমরা সেবা মনোভাব চালিয়ে যাও এবং কৃষ্ণকে উপলব্ধি কর। তাহলে তোমার জীবন সফল হবে। তোমাকে অনেক ধন্যবাদ।
 
ভক্তরা: জয়! হরি বল!
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 07:16, 4 June 2021



Lecture on SB 1.8.18 -- Chicago, July 4, 1974

শ্রীল প্রভুপাদঃ আরাধিতো যদি হরিস্তপসা ততঃ কিম্ যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পার, তাহলে আর কোনও তপস্যা বা কৃচ্ছতার দরকার নেই। কারণ আত্মোপলব্ধি বা ভগবানকে জানার জন্য বহু রকমের পন্থা, তপস্যা কৃচ্ছতা রয়েছে। ভগবান কোথায় আছেন তা দেখতে কখনও কখনও আমরা বনে যাই, বিভিন্ন ধরণের পন্থা রয়েছে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে যদি তুমি শ্রীকৃষ্ণের আরাধনা কর, আরাধিতো যদি হরিস্তপসা ততঃ কিম্, তাহলে আর কোনও কঠোর তপস্যা বা কৃচ্ছতা সাধনের প্রয়োজনীয়তা নেই। এবং নারাধিতো, নারাধিতো যদি হরিস্তপসা ততঃ কিম্। চরমে অনেক অনেক কঠোর থেকে কঠোরতম তপস্যা বা কৃচ্চছতার পরও যদি তুমি এটাই না জান যে শ্রীকৃষ্ণ কে, তাহলে এর কি অর্থ রয়েছে? এটি মূল্যহীন। নারাধিতো যদি হরিস্তপসা ততঃ কিম্, অন্তর্বাহির্যদি হরিস্তপসা ততঃ কিম্। একই ভাবে, যদি তুমি ২৪ ঘণ্টাই অন্তরে এবং বাহিরে শ্রীকৃষ্ণকে দেখতে পারো তাহলে সেটিই সমস্ত ধরণের তপস্যার অন্ত। এখানে শ্রীকৃষ্ণ আবারো বলছেন, কুন্তীদেবী বলেছেন, যে "যদিও শ্রীকৃষ্ণ অন্তরে এবং বাহিরে বিদ্যমান, যেহেতু তাঁকে দেখার মতো চোখ আমাদের নেই, "অলক্ষ্যম্" - অদৃশ্য। ঠিক যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ছিলেন কেবল মাত্র পাঁচ পাণ্ডবেরা এবং তাঁদের মাতা কুন্তীদেবী বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। আর অল্প কিছু ব্যক্তিরা (তাঁকে বুঝেছিলেন)। যদিও শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিৎ ছিলেন, অন্য অনেকেই তাঁকে সাধারণ মানুষ বলে মনে করেছিলেন। অবজানন্তি মাম্ মূঢ়া মানুষীং তনুমাশ্রিতং। যেহেতু তিনি মানব সমাজের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ ছিলেন তাই তিনি স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও যেহেতু তাঁকে দেখার মতো চোখ ওদের ছিল না, তাই ওরা দেখতে পায় নি। তাই কুন্তী দেবী বলছেন 'অলক্ষ্যম্' "আপনি অদৃশ্য'। যদিও আপনি "অন্তঃবহিঃ, সর্বভূতানাং" তিনি কেবল ভক্তদেরই অন্তঃবহিঃ নন, সকলেরই। প্রত্যেকেরই হৃদয়ে শ্রীকৃষ্ণ বিরাজমান। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে। এইখানে, হৃদ্দেশে, হৃদয়ে শ্রীকৃষ্ণ বিরাজ করেন। তাই এই ধ্যান বা যোগ পন্থা হচ্ছে কিভাবে শ্রীকৃষ্ণকে হৃদয়ে খুঁজে বের করা যায়। তাকেই বলা হয় ধ্যান। তাই শ্রীকৃষ্ণের অবস্থান সর্বদাই চিন্ময়। যদি আমরা কৃষ্ণভাবনামৃতের এই চিন্ময় পন্থাটি গ্রহণ করি, বিধিবদ্ধ নিয়মগুলো পালন করি এবং পাপময় জীবন থেকে মুক্ত থাকতে চেষ্টা করি, কারণ পাপময় কর্মে লিপ্ত থাকা অবস্থায় তুমি শ্রীকৃষ্ণকে দেখতে বা বুঝতে পারবে না। তা সম্ভব নয়। ন মাম্ দুষ্কৃতিনো মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ যারা দুষ্কৃতিনঃ - কৃতি মানে সুমেধা, সুমেধাসম্পন্ন; কিন্তু দুষ্কৃতি মানে যারা তাদের মেধাকে পাপকার্যে নিযুক্ত করেছে, তাই আমরা অনুরোধ করি যে এটি আসলে আমাদের অনুরোধ নয়, এইসব বিধি নিয়ম পাপকার্য থেকে মুক্ত থাকতে হলে এগুলো অবশ্যই মেনে চলতে হবে। পাপকার্য বা পাপময় জীবনের চারটি স্তম্ভ হচ্ছে অবৈধ যৌনসঙ্গ, আমিষাহার, মাদকনেশা এবং দ্যূতক্রীড়া। তাই আমাদের শিষ্যদের উপদেশ দেয়া হয়, উপদেশ নয়, তাদেরকে অবশ্যই এগুলো মেনে চলতে হবে; অন্যথায় তারা অধঃপতিত হতে পারে। কারণ একজন পাপী লোক ভগবানকে দর্শন করতে পারবে না। একদিকে আমাদের এই বিধিবদ্ধ নিয়মগুলো মেনে চলতে হবে আর ভগবৎসেবা চালিয়ে যেতে হবে, অন্যদিকে আমাদেরকে এই পাপময় কাজগুলো থেকে বিরত থাকতে হবে। তবেই শ্রীকৃষ্ণ উপস্থিত হবেন আর তুমি তাঁর সঙ্গে কথা বলতে পারবে। আমরা শ্রীকৃষ্ণের সঙ্গেই থাকতে পারব। শ্রীকৃষ্ণ এতোই দয়ালু। ঠিক যেমন কুন্তী মহারাণী শ্রীকৃষ্ণের সঙ্গে তাঁর ভাইপো'র মতো কথা বলছেন, ঠিক একই রকম ভাবে তুমিও শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে পারবে, তাঁকে তোমার পুত্ররূপে, তোমার পতিরূপে, তোমার প্রেমিক রূপে, তোমার বন্ধুরূপে, তোমার প্রভুরূপে; ঠিক যেমন তুমি চাও।

আমি এই শিকাগো মন্দিরটি দেখে অত্যন্ত আনন্দিত। তোমরা খুব ভালোভাবে সবকিছু করছো আর মন্দিরকক্ষটিও খুব সুন্দর। তাই এই সেবার মনোবৃত্তি নিয়ে এগিয়ে চল এবং শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে চেষ্টা কর। তাহলেই তোমার জীবন সার্থক হবে।

সকলকে অসংখ্য ধন্যবাদ।

ভক্তবৃন্দঃ জয়। হরি বোল।