BN/Prabhupada 0070 - সুন্দরভাবে পরিচালনা করুন

The printable version is no longer supported and may have rendering errors. Please update your browser bookmarks and please use the default browser print function instead.


Room Conversation -- April 22, 1977, Bombay

তোমার নীতিতে অটল থাক আর দেখ আমাদের জিবিসি খুব সচেতন। তখন আমি না থাকলেও সবকিছু সুন্দরভাবে চলবে। এটিই কর। এটি আমার অনুরোধ। আমি তোমাদের অল্প যা কিছুই শিখিয়েছি, তাই অনুসরণ কর, কেউ বিক্ষুব্ধ হবে না। কোন মায়া তোমাদের স্পর্শ করতে পারবে না। শ্রীকৃষ্ণ আমাদের এখন যথেষ্ট দিয়েছেন এবং ভবিষ্যতেও কোন অর্থের অভাব হবে না। তোমরা গ্রন্থ ছাপাও আর বিতরণ কর। এর মধ্যে সবকিছু আছে। আমরা সারা পৃথিবীতে একটা ভালো অবস্থানে আছি। আমরা উপার্জন করতে পারছি। তোমরা তোমাদের নীতিতে অটল থাক, অনুসরণ কর... যদি আমি হঠাৎ করে মারাও যাই, তোমরা সামলে নিতে পারবে। এটিই সব। আমি এটিই চাই। সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে, আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাও। এখন সাজাও। পিছনে ফিরবে না। সাবধানে থাকবে। আপনি আচরি প্রভু জীবেরে শিখায়।