BN/Prabhupada 0077 - আপনি বৈজ্ঞানিক এবং দর্শনিক অধ্যয়ন করতে পারেন: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0077 - in all Languages Category:BN-Quotes - 1971 Category:BN-Quotes - L...")
 
No edit summary
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Hindi|HI/Prabhupada 0076 - सर्वत्र कृष्ण को देखो|0076|HI/Prabhupada 0078 - केवल, आस्था के साथ, आप सुनने का प्रयास करें|0078}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 0076 - কৃষ্ণকে সর্বত্র দেখুন|0076|BN/Prabhupada 0078 - কেবল বিশ্বাসের সঙ্গে, আপনি শ্রবণ করার চেষ্টা করুন|0078}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 18: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|I31z9tgDRWM|আপনি বৈজ্ঞানিকভাবে এবং দর্শনশাস্ত্র অধ্যয়ন করতে পারেন <br /> - Prabhupāda 0077}}
{{youtube_right|I31z9tgDRWM|আপনি বৈজ্ঞানিক এবং দার্শনিক অধ্যয়ন করতে পারেন <br /> - Prabhupāda 0077}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 30: Line 30:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
কৃষ্ণ বলেছেন, যারা ক্রমাগত, ২৪ ঘন্টা কৃষ্ণ সেবায় নিযুক্ত.. যেমন এই ছাত্ররা, কৃষ্ণ ভাবনামৃত সংঘের সদস্যরা, আপনি তাদের ২৪ ঘণ্টা কৃষ্ণ সেবায় নিযুক্ত দেখতে পাবেন। আমি বলতে চাইছি যে কৃষ্ণ ভাবনামৃতের তাৎপর্য, তারা সর্বদা নিযুক্ত। এই রথ-যাত্রা অনুষ্ঠানের একটি আইটেম, যাতে অন্তত, একদিন, আপনারা সবাই কৃষ্ণ সেবায় নিযুক্ত হতে সক্ষম হন। সুতরাং এটা শুধু  অভ্যাস, এবং যদি তুমি এটা তোমরা সারা জীবনে অভ্যাস কর, তখন , মৃত্যু যখন আসবে ,যদি সৌভাগ্যবশতঃ কেউ কৃষ্ণকে মনে করতে পারেন, তাহলে জীবন সফল হবে। এই অভ্যাসটি প্রয়োজন। যং যং ব্যাপি স্মরং লোকে ত্যজতন্তে কলেবরম ([[Vanisource:BG 8.6|ভ.গী.৮.৬]]) আমদের এই শরীর ছেড়ে দিতে হবে, যেটি নির্দিষ্ট। কিন্তু মৃত্যুর সময় যদি আমরা কৃষ্ণকে স্মরন করতে পারি। অবিলম্বে আপনি কৃষ্ণের ধামে স্থানান্তরিত হবেন। কৃষ্ণ সব জায়গায় আছেন, কিন্তু তবুও কৃষ্ণের একটি বিশেষ ধাম আছে , যার নাম গোলক বৃন্দাবন। আপনি বুঝতে পারেন যে আমাদের শরীর, শরীর মানে ইন্দ্রিয়, এবং ইন্দ্রিয়ের উপরে মন আছে, যা খুব সূক্ষ্ম, যা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, এবং মনের উপরে বুদ্ধি আছে আর বুদ্ধির উপর আত্মা আছে। আমাদের কাছে কোনও তথ্য নাই, কিন্তু যদি আমরা এই ভক্তিযোগ অভ্যাস করি, ক্রমে ক্রমে আমরা বুঝতে পারব , আমি কে, আমি এই শরীর নই। এই, সাধারণত এমনকি বড়, বড় পন্ডিত, বড়, বড় দার্শনিক, বিজ্ঞানীরা, তারাও এই শরীরের ধারণার মধ্যেই আছে। সবাই ভাবছে আমি এই শরীর, কিন্তু এটা ভুল। আমরা এই শরীর নই, এইমাত্র আমি বর্ণ্না করলাম। শরীর মানে ইন্দ্রিয় , কিন্তু এই ইন্দ্রিয় প্ররিচালিত হয় মন দ্বারা। এবং মন পরিচালিত হয় বুদ্ধির দ্বারা, আর বুদ্ধি পরিচালিত হয় আত্মা দ্বারা। যেটা তুমি জান না। সারা পৃথিবীতে এমন কোনও শিক্ষা প্রতিষ্টান নেই যেখানে
শ্রীকৃষ্ণ বলেছেন যারা নিরন্তর, চব্বিশ ঘণ্টাই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে... ঠিক যেমন এই সমস্ত ছাত্ররা, কৃষ্ণভাবনামৃত সংঘের সদস্যরা, আপনারা তাদেরকে চব্বিশ ঘণ্টাই কৃষ্ণসেবায় নিয়োজিত থাকতে দেখবেন। আমি বলতে চাচ্ছি যে, এটিই হচ্ছে কৃষ্ণভাবনামৃতের গুরুত্ত্ব। তারা সর্বদাই নিযুক্ত। এই রথযাত্রা মহোৎসব হচ্ছে তাদের মধ্যে একটি অনুষ্ঠান, যাতে করে অন্ততপক্ষে একদিন, আপনারা সবাই কৃষ্ণভাবনামৃতে নিযুক্ত থাকতে পারবেন। তো এটি হচ্ছে একটু অনুশীলন মাত্র, আর এভাবে যদি আপনারা সারা জীবন ধরে অনুশীলন করে যান, তাহলে মৃত্যুর সময় যদি সৌভাগ্যক্রমে আপনি শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন তাহলে আপনার জীবন সার্থক। এই জন্যই অনুশীলনের প্রয়োজন। যং যং বাপি স্মরণ লোকে ত্যাজত্যন্তে কলেবরম ([[Vanisource:BG 8.6 (1972)|ভগবদ্গীতা ৮.৬]])। আমদেরকে এই দেহ ত্যাগ করতে হবে, এটি নিশ্চিত। কিন্তু মৃত্যুর সময় যদি আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি, তৎক্ষণাৎ আপনি কৃষ্ণলোকে স্থানান্তরিত হবেন। শ্রীকৃষ্ণ সর্বত্রই রয়েছেন, কিন্তু তবুও শ্রীকৃষ্ণের একটি বিশেষ বাসস্থান রয়েছে, যেটিকে বলে গোলোক বৃন্দাবন। আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই দেহ, দেহ মানে ইন্দ্রিয়সমূহ, আর ইন্দ্রিয়ের ঊর্ধ্বে রয়েছে মন, যা খুই সূক্ষ, এই মন ইন্দ্রিয় গুলোকে নিয়ন্ত্রন করে থাকে, আর মনের ঊর্ধ্বে রয়েছে বুদ্ধি, আর বুদ্ধির উপরে রয়েছে আত্মা। আমাদের কোন কিছু জানা নেই, কিন্তু যদি আমরা ভক্তিযোগ অনুশীলন করি, ধীরে ধীরে আমরা বুঝতে পারব আমি কে, আমি এই দেহ নই। এমন কি বড় বড় সব পণ্ডিত, দার্শনিক আর বিজ্ঞানীরা, তারাও এই দেহগত ধারণা বা দেহাত্মবুদ্ধির মধ্যে রয়েছে, প্রত্যেকেই ভাবছে, "আমি হচ্ছি এই দেহ," কিন্তু এটি ভুল। আমরা এই দেহ নই। আমি এইমাত্র ব্যাখ্যা করলাম। দেহ মানে ইন্দ্রিয় সমূহ, কিন্তু ইন্দ্রিয় মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর মন নিয়ন্ত্রিত হয় বুদ্ধির দ্বারা, আর বুদ্ধি নিয়ন্ত্রিত হয় আত্মার দ্বারা। সেটা আপনি বুঝতে পারেন না। সারা পৃথিবী জুড়ে এমন কোন শিক্ষা ব্যবস্থা নেই, যার দ্বারা আত্মার এই অস্তিত্বকে বোঝানো যায়, যেটি জানা হচ্ছে মানুষের জন্য প্রধান প্রয়োজন। মানুষের জীবন পশুদের মতো সময় নষ্ট করার জন্য নয়, শুধু আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এটি পশুর জীবন। মানুষের অধিক বুদ্ধিমত্তাকে এটি জানার জন্য কাজে লাগানো উচিত "আমি কে? আমি চিন্ময় আত্মা।" যদি আপনি এটি বুঝতে পারেন যে "আমি চিন্ময় আত্মা," তাহলে জীবনের এই দেহগত ধারণা, যা কিনা সারা বিশ্বকে ব্যাপকভাবে ধ্বংস করে দিচ্ছে... দেহাত্মবুদ্ধির কারণে আমি ভাবছি "আমি ভারতীয়," আপনি ভাবছেন "আমেরিকান," সে ভাবছে একটা কিছু, কিন্তু আমরা সবাই এক। আমরা চিন্ময় আত্মা। আমরা সবাই শ্রীকৃষ্ণের, জগন্নাথের নিত্য সেবক।
কিভাবে আত্মার অস্তিত্ব বুঝা যায় শিক্ষা দেয় , যা মানুষের জন্য বোঝার প্রধান প্রয়োজন। একটি মানুষ বলতে এটা বোঝায় না , যে সে পশুর মত তার সময় নষ্ট করবে, শুধুমাত্র খাবে, ঘুমাবে, সেক্স করবে এবং আত্মরক্ষা করবে, সেটি পশু জীবন। কিভাবে বুঝতে হয় এর জন্য, মানুষের অতিরিক্ত বুদ্ধি ব্যবহার করা উচিত, আমি... আমি কে ? আমি চিন্ময় আত্মা।'' যদি আমরা বুঝতে পারি যে , আমি চিন্ময় আত্মা'', যে এই জীবনের শারীরিক ধারণা, যা এই বিশ্বের কসরত অভিনয় করেছেন ... জীবনের শারীরিক ধারণার উপর আমি চিন্তা করছি , আমি ভারতীয়, তুমি আমেরিকান, সে চিন্তা করছে অন্য কিছু। কিন্তু আমরা সকলে সমান। আমরা চিন্ময় আত্মা। আমরা কৃষ্ণ ,জগন্নাথের নিত্য সেবক মাত্র। সুতরাং আজকে একটি সুন্দর দিন, পবিত্র দিন। আজকের দিনে কৃষ্ণ যখন এই পৃথিবীতে বর্তমান ছিলেন। তিনি কুরুক্ষেত্রে একটি সৌর গ্রহন অনুষ্ঠানের আয়োজন করেন, এবং কৃষ্ণ তার ভাই বলরাম আর  বোন সুভদ্রা, এসেছিলেন কুরুক্ষেত্র ভূমিতে, সেই কুরুক্ষেত্র ভূমি এখনও ভারতে বর্তমান। যদি কখনো তোমরা ভারতে যাও সেখানে কুরুক্ষেত্র ভূমি দেখতে পাবে। তাই এই রথযাত্রা উদযাপন ওই স্মৃতিরক্ষায় করা হয় তার ভাই ও বোন সঙ্গে কুরুক্ষেত্রের কুরুক্ষেত্র পরিদর্শন করেন। তাই প্রভু জগন্নাথ, ভগবান চৈতন্য মহাপ্রভু, তিনি বিস্ময়ের মধ্যে ছিলেন। তিনি ছিলেন রাধারানীর মতো প্রেমময় আত্মা , তাই তিনি ভাবছিলেন, কৃষ্ণ, প্লিজ আবার বৃন্দাবনে আসো।" তাই তিনি রথযাত্রার আগে নাচছিলেন এবং আপনি বুঝতে পারবেন । যদি আপনি আপনার দ্বারা প্রকাশিত কিছু বই পড়েন ...,
যা আমাদের সংঘ দ্বারা প্রকাশিত। এক গ্রন্থকে ভগবান চৈতন্যের শিক্ষা বলা হয়। এই বইটি খুব গুরুত্বপূর্ন। যদি আপনি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শিখতে চান, আমাদের যথেষ্ট বই আছে। আপনি বৈজ্ঞানিকভাবে এবং দার্শনিকভাবে অধ্যয়ন করতে পারেন। কিন্তু যদি আপনার অধ্যয়নের কোন প্রবণতা না থাকে, যদি আপনি শুধু নেন আর হরে কৃষ্ণ জপ করেন, ধীরে ধীরে সব আপনার কাছে প্রকাশিত হবে, এবং আপনি কৃষ্ণের সাথে আপনার সন্মন্ধ বুঝতে পারবেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এখন হরে কৃষ্ণ বলুন এবং জগন্নাথ স্বামীকে নিয়ে চলুন।  হরে কৃষ্ণ  ।


তো আজকে খুব সুন্দর আর মঙ্গলময় একটি দিন। এই দিনে শ্রীকৃষ্ণ, যখন তিনি এই গ্রহে উপস্থিত ছিলেন, তিনি সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন, শ্রীকৃষ্ণ তাঁর ভ্রাতা বলরাম আর ভগ্নী সুভদ্রাকে নিয়ে, কুরুক্ষেত্রের মাঠ ভ্রমনে বেরিয়েছিলেন। এই কুরুক্ষেত্র এখনও ভারতে বর্তমান। যদি আপনারা কেউ ভারতে যান, তাহলে খুঁজে দেখতে পারেন এই কুরুক্ষেত্র এখনও সেখানে রয়েছে। তো এই রথযাত্রা অনুষ্ঠান সেই স্মৃতি রক্ষার্থে অনুস্থিত হয় শ্রীকৃষ্ণের তাঁর ভাই ও বোনের সাথে কুরুক্ষেত্র ভ্রমনের। ভগবান জগন্নাথ, শ্রীচৈতন্য মহাপ্রভু, তিনি পরমানন্দে ছিলেন। তিনি শ্রীমতি রাধারানীর মতো প্রেমময়ী ভাবে ছিলেন, তাই তিনি ভাবছিলেন, "হে কৃষ্ণ, দয়া করে পুনরায় বৃন্দাবনে আস।" সে জন্য তিনি রথাগ্রে নৃত্য করছিলেন, আপনারা তা বুঝতে পারবেন যদি আপনারা আমাদের সংঘ কর্তৃক প্রকাশিত কিছু গ্রন্থ অধ্যয়ন করেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা নামে একটি গ্রন্থ রয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। আপনারা যদি এই কৃষ্ণভাবনামৃত সংঘ সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের অনেক গ্রন্থ রয়েছে। আপনারা বৈজ্ঞানিক এবং দার্শনিক ভাবে এগুলো অধ্যয়ন বা চর্চা করতে পারেন। কিন্তু আপনার যদি পড়ার আগ্রহ না থাকে, যদি আপনি শুধু মাত্র এই হরে কৃষ্ণ জপ করেন, ধীরে ধীরে সব কিছু আপনার নিকট প্রকাশিত হবে, এবং আপনি শ্রীকৃষ্ণের সাথে আপনার সম্পর্ক উপলব্ধি করতে পারবেন।
অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এখন আমরা হরে কৃষ্ণ কীর্তন করে জগন্নাথ স্বামীকে নিয়ে এগিয়ে যাব। হরে কৃষ্ণ।
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 08:49, 2 December 2021



Ratha-yatra -- San Francisco, June 27, 1971

শ্রীকৃষ্ণ বলেছেন যারা নিরন্তর, চব্বিশ ঘণ্টাই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে... ঠিক যেমন এই সমস্ত ছাত্ররা, কৃষ্ণভাবনামৃত সংঘের সদস্যরা, আপনারা তাদেরকে চব্বিশ ঘণ্টাই কৃষ্ণসেবায় নিয়োজিত থাকতে দেখবেন। আমি বলতে চাচ্ছি যে, এটিই হচ্ছে কৃষ্ণভাবনামৃতের গুরুত্ত্ব। তারা সর্বদাই নিযুক্ত। এই রথযাত্রা মহোৎসব হচ্ছে তাদের মধ্যে একটি অনুষ্ঠান, যাতে করে অন্ততপক্ষে একদিন, আপনারা সবাই কৃষ্ণভাবনামৃতে নিযুক্ত থাকতে পারবেন। তো এটি হচ্ছে একটু অনুশীলন মাত্র, আর এভাবে যদি আপনারা সারা জীবন ধরে অনুশীলন করে যান, তাহলে মৃত্যুর সময় যদি সৌভাগ্যক্রমে আপনি শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন তাহলে আপনার জীবন সার্থক। এই জন্যই অনুশীলনের প্রয়োজন। যং যং বাপি স্মরণ লোকে ত্যাজত্যন্তে কলেবরম (ভগবদ্গীতা ৮.৬)। আমদেরকে এই দেহ ত্যাগ করতে হবে, এটি নিশ্চিত। কিন্তু মৃত্যুর সময় যদি আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি, তৎক্ষণাৎ আপনি কৃষ্ণলোকে স্থানান্তরিত হবেন। শ্রীকৃষ্ণ সর্বত্রই রয়েছেন, কিন্তু তবুও শ্রীকৃষ্ণের একটি বিশেষ বাসস্থান রয়েছে, যেটিকে বলে গোলোক বৃন্দাবন। আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই দেহ, দেহ মানে ইন্দ্রিয়সমূহ, আর ইন্দ্রিয়ের ঊর্ধ্বে রয়েছে মন, যা খুই সূক্ষ, এই মন ইন্দ্রিয় গুলোকে নিয়ন্ত্রন করে থাকে, আর মনের ঊর্ধ্বে রয়েছে বুদ্ধি, আর বুদ্ধির উপরে রয়েছে আত্মা। আমাদের কোন কিছু জানা নেই, কিন্তু যদি আমরা ভক্তিযোগ অনুশীলন করি, ধীরে ধীরে আমরা বুঝতে পারব আমি কে, আমি এই দেহ নই। এমন কি বড় বড় সব পণ্ডিত, দার্শনিক আর বিজ্ঞানীরা, তারাও এই দেহগত ধারণা বা দেহাত্মবুদ্ধির মধ্যে রয়েছে, প্রত্যেকেই ভাবছে, "আমি হচ্ছি এই দেহ," কিন্তু এটি ভুল। আমরা এই দেহ নই। আমি এইমাত্র ব্যাখ্যা করলাম। দেহ মানে ইন্দ্রিয় সমূহ, কিন্তু ইন্দ্রিয় মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর মন নিয়ন্ত্রিত হয় বুদ্ধির দ্বারা, আর বুদ্ধি নিয়ন্ত্রিত হয় আত্মার দ্বারা। সেটা আপনি বুঝতে পারেন না। সারা পৃথিবী জুড়ে এমন কোন শিক্ষা ব্যবস্থা নেই, যার দ্বারা আত্মার এই অস্তিত্বকে বোঝানো যায়, যেটি জানা হচ্ছে মানুষের জন্য প্রধান প্রয়োজন। মানুষের জীবন পশুদের মতো সময় নষ্ট করার জন্য নয়, শুধু আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এটি পশুর জীবন। মানুষের অধিক বুদ্ধিমত্তাকে এটি জানার জন্য কাজে লাগানো উচিত "আমি কে? আমি চিন্ময় আত্মা।" যদি আপনি এটি বুঝতে পারেন যে "আমি চিন্ময় আত্মা," তাহলে জীবনের এই দেহগত ধারণা, যা কিনা সারা বিশ্বকে ব্যাপকভাবে ধ্বংস করে দিচ্ছে... দেহাত্মবুদ্ধির কারণে আমি ভাবছি "আমি ভারতীয়," আপনি ভাবছেন "আমেরিকান," সে ভাবছে একটা কিছু, কিন্তু আমরা সবাই এক। আমরা চিন্ময় আত্মা। আমরা সবাই শ্রীকৃষ্ণের, জগন্নাথের নিত্য সেবক।

তো আজকে খুব সুন্দর আর মঙ্গলময় একটি দিন। এই দিনে শ্রীকৃষ্ণ, যখন তিনি এই গ্রহে উপস্থিত ছিলেন, তিনি সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন, শ্রীকৃষ্ণ তাঁর ভ্রাতা বলরাম আর ভগ্নী সুভদ্রাকে নিয়ে, কুরুক্ষেত্রের মাঠ ভ্রমনে বেরিয়েছিলেন। এই কুরুক্ষেত্র এখনও ভারতে বর্তমান। যদি আপনারা কেউ ভারতে যান, তাহলে খুঁজে দেখতে পারেন এই কুরুক্ষেত্র এখনও সেখানে রয়েছে। তো এই রথযাত্রা অনুষ্ঠান সেই স্মৃতি রক্ষার্থে অনুস্থিত হয় শ্রীকৃষ্ণের তাঁর ভাই ও বোনের সাথে কুরুক্ষেত্র ভ্রমনের। ভগবান জগন্নাথ, শ্রীচৈতন্য মহাপ্রভু, তিনি পরমানন্দে ছিলেন। তিনি শ্রীমতি রাধারানীর মতো প্রেমময়ী ভাবে ছিলেন, তাই তিনি ভাবছিলেন, "হে কৃষ্ণ, দয়া করে পুনরায় বৃন্দাবনে আস।" সে জন্য তিনি রথাগ্রে নৃত্য করছিলেন, আপনারা তা বুঝতে পারবেন যদি আপনারা আমাদের সংঘ কর্তৃক প্রকাশিত কিছু গ্রন্থ অধ্যয়ন করেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা নামে একটি গ্রন্থ রয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। আপনারা যদি এই কৃষ্ণভাবনামৃত সংঘ সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের অনেক গ্রন্থ রয়েছে। আপনারা বৈজ্ঞানিক এবং দার্শনিক ভাবে এগুলো অধ্যয়ন বা চর্চা করতে পারেন। কিন্তু আপনার যদি পড়ার আগ্রহ না থাকে, যদি আপনি শুধু মাত্র এই হরে কৃষ্ণ জপ করেন, ধীরে ধীরে সব কিছু আপনার নিকট প্রকাশিত হবে, এবং আপনি শ্রীকৃষ্ণের সাথে আপনার সম্পর্ক উপলব্ধি করতে পারবেন।

অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এখন আমরা হরে কৃষ্ণ কীর্তন করে জগন্নাথ স্বামীকে নিয়ে এগিয়ে যাব। হরে কৃষ্ণ।