BN/Prabhupada 0096 - আমাদের ব্যাক্তি ভাগবত থেকে অধ্যয়ন করা উচিত

Revision as of 07:23, 14 January 2018 by Iswaraj (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0096 - in all Languages Category:BN-Quotes - 1975 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 13.4 -- Miami, February 27, 1975

এই আমি চিন্তা করছি, "আমেরিকান, ভারতীয়, হিন্দু, মুসলিম," আমার হৃদয়ে এইসব নোংরা জিনিস। আপনি আপনার হৃদয় পরিষ্কার করুন। হৃদি অন্তস্থঃ অভদ্রানি। নোংরা জিনিসগুলো আমার অন্তরে থাকে, তাই আমরা যদি আমাদের হৃদয়কে পরিষ্কার করি তবে আমরা এই পদ থেকে মুক্ত হব। নষ্ট-প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভগবত সেবয়া (শ্রী.ভা.১.২.১৮) নষ্ট-প্রায়েষু। এই নোংরা জিনিসগুলি পরিষ্কার হবে যদি প্রত্যহ শ্রীমদ্ভাগবত ও ভাগবতগীতা শোনা হয়। নিত্যম ভাগবত...এবং ভাগবত মানে ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত। ব্যক্তি ভাগবত হচ্ছে আধ্যাত্মিক গুরু। অথবা কোনও উচ্চাভিলাষী ভক্ত। তিনি ভাগবত, মহা ভাগবত, ভাগবত। সুতরাং ভাগবত সেবা মানে শুধুমাত্র ভগবত গীতা এবং ভাগবতম, কিনতু আমাদেরকে পড়তে হবে ব্যক্তি ভাগবত থেকে। এটা প্রয়োজন। চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন, ভগবত পড় গিয়ে ভাগবত স্থানে। "যদি আপনি ভাগবত শিখতে চান, তাহলে ব্যক্তি ভাগবতের কাছে যান যিনি উপলব্ধ আত্মা।" পেশাদার না। এটা আপনাকে সাহায্য করবে না। অফিসিয়াল পেশাদার - আমি একটি মন্দিরে যাচ্ছি, একটি গির্জায় যাচ্ছি, এবং আবারও নরকের অবস্থার দিকে ফিরে যাই , না। আপনি উপলব্ধি আত্মা ব্যক্তি ভাগবতের সঙ্গ ক্রুন। এবং শুনুন তার কাছ থেকে এই একই বই, একই জ্ঞান। কৃষ্ণের প্রতিনিধি। যেমন কৃষ্ণ বলছেন তৎ সমাসেন মে শৃণু। মে শৃণুঃ আমার কাছ থেকে শোনো অথবা আমার প্রতিনিধীর কাছ থেকে, তাহলে তোমার লাভ হবে। তাই এইসব কেন্দ্র খুলতে হচ্ছে, যারা কষ্টভোগ করছে তাদের সুযোগ দেবার জন্য শুধু এই জীবনে নয়, পরবর্তি জীব্নেও। এই রূপে ব্রহ্মান্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ (চৈ.চ.মধ্য ১৯.১৫১) সুতরাং এটি আমাদের দায়িত্ব, আমরা কৃষ্ণের পক্ষে এই দায়িত্ব গ্রহণ করেছি। কৃষ্ণ ব্যক্তিগত ভাবে এসেছেন আমাদের শিক্ষা দিতে। যেমন তিনি আমাদের জন্য শ্রীমদ্ভাগবতম রেখে গেছেন। তারপর তিনি এটা গচ্ছিত রেখেছেন তার ভক্তের কাছে সাধারনভাবে মানুষদের কাছে বর্ণনা করার জন্য। আমরা এটি করার চেষ্টা করছি। আমরা কিছু তৈরি করেছি না বা আমাদের নিজস্ব কিছু নিচ্ছি না। সম্পদ এবং সম্পত্তি সেখানে আছে। আমরা কেবল পিয়ন হিসাবে বিতরণ করছি। এটাই সব।. এবং আমাদের কোন অসুবিধা নেই। যদি আমরা কেবল ভগবত-গীতা, কৃষ্ণের নির্দেশ পালন করি, তবে আমাদের দায়িত্ব শেষ। আমরা কিছু তৈরী করছি না ; না আমাদের কিছু তৈরী করার ক্ষমতা আছে। ঠিক যেমন অনেকে আছে তারা নতুন ধরনের ধারণা তৈরি করে, নতুন ধরনের দার্শনিক ..., সমস্ত অর্থহীনতা। এটা সাহায্য করবে না। বাস্তব জ্ঞান নিন।