BN/Prabhupada 0126 - শুধুমাত্র আমার আধ্যাত্মিক গুরুর সন্তুষ্টির জন্য

Revision as of 05:37, 3 December 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 4.18 -- Delhi, November 3, 1973

মহিলা ভক্তঃ আপনি বললেন যে, যদি আমরা কিছু কাজ করি, সেই কার্যকলাপে কৃষ্ণ সন্তুষ্ট কিনা এটা পরীক্ষা করে দেখতে হবে, কিন্তু কি সেই পরীক্ষা?

প্রভুপাদঃ যদি গুরু খুশি হন, তাহলে কৃষ্ণ খুশি হবে। যেটা তোমরা রোজ গাইছ। যস্য প্রসাদাদ্‌ ভগবৎ প্রসাদো যস্য প্রসাদান্ন ন গতি কুতোহপি। যদি গুরুদেব খুশি হন তাহলে কৃষ্ণও খুশি হবেন। এটাই পরীক্ষা। যদি সে খুশি না হয়, তবে সে ব্যক্তির আর কোন পথ নেই।

এটা বোঝা খুব সহজ। মনে কর, যদি কেউ অফিসে কাজ করে, তাহলে ঠিক ওপরের মালিক হচ্ছে প্রধান কেরানি বা সেই বিভাগের তদারককারী। সুতরাং প্রত্যেকে কাজ করছে। যদি সে প্রধানকে খুশি করতে পারে, অথবা প্রধান কেরানিকে, তাহলে বুঝতে হবে যে তিনি ব্যবস্থাপনা পরিচালককে সন্তুষ্ট করেছেন। এটা খুব কঠিন নয়। আপনার ঠিক ওপরের কর্তৃপক্ষ, কৃষ্ণের প্রতিনিধি, তাকে সন্তুষ্ট করতে হবে। যস্য প্রসাদাদ্‌ ভগবৎ প্রসাদো যস্য। অতএব গুরুর পরিচালনা প্রয়োজন। মার্গদর্শন করার জন্য কৃষ্ণ আধ্যাত্মিক গুরুর রূপে আসেন। এটা চৈতন্য-চরিতামৃতে বর্ণিত হয়েছে। গুরু কৃষ্ণ কৃপা। গুরু কৃষ্ণ কৃপা। সুতরাং গুরু কৃপা, গুরুর কৃপাই হচ্ছে কৃষ্ণের কৃপা। সুতরাং যখন উভয়ই সন্তুষ্ট হয়, তখন আমাদের পথ পরিষ্কার। গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা বীজ (চৈ.চ মধ্য ১৯.১৫১)। তারপর আমাদের ভক্তিমূলক সেবা সঠিক হয়। আপনারা গুর্বাষ্টকমে এই বিবৃতিটি লক্ষ্য করেননি? যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদো যস্য প্রসাদান্ন ন গতি কুতোহপি।

যেমন এই আন্দোলন। এই আন্দোলনটি শুধুমাত্র আমার আধ্যাত্মিক গুরুর সন্তুষ্টির জন্য শুরু হয়েছিল। তিনি চেয়েছিলেন, চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন যে এই আন্দোলন যেন সারা বিশ্বে ছড়িয়ে পরে। তাই তিনি আমার অনেক গুরু ভাইদের আদেশ দেন এবং ইচ্ছা করেন ... শুধু আদেশ না, তিনি চেয়েছিলেন তিনি আমার কয়েকটি গুরুভাইকে বিদেশে পাঠিয়েছিলেন প্রচার করতে, কিন্তু কোন উপায়ে বা অন্যভাবে, তারা খুব সফল ছিল না। তারা ফিরে গিয়েছিলেন। তাই আমি চিন্তা করলাম, "চেষ্টা করে দেখি এই বৃদ্ধ বয়সে"। তাই আধ্যাত্মিক গুরুর ইচ্ছা পূরণ করার একমাত্র ইচ্ছা ছিল। তাই এখন আপনারা সাহায্য করেছেন এটা সফল হতে যাচ্ছে। এবং এই হচ্ছে যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদো। আমরা যদি আন্তরিকভাবে আধ্যাত্মিক গুরুর নির্দেশে কাজ করি, সেটা কৃষ্ণের সন্তুষ্টি বিধান এবং কৃষ্ণ আমাদের উন্নতি হতে সাহায্য করবেন।