BN/Prabhupada 0458 - হরে কৃষ্ণ জপ করুন, আপনার জিহবা দিয়ে কৃষ্ণকে স্পর্শ করুন: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0458 - in all Languages Category:BN-Quotes - 1977 Category:BN-Quotes - L...")
(No difference)

Revision as of 05:25, 20 January 2018



Lecture on SB 7.9.6 -- Mayapur, February 26, 1977

প্রভুপাদঃ নৃসিহংদেব যেমন স্পর্শ করেছিলেন প্রহ্লাদ মহারাজের মাথা, তৎক্ষনাৎ আপনাদের সেই একই সুবিধা আছে। কি সেই সুবিধা? কিভাবে? নৃসিংহদেব এখানে নেই। কৃষ্ণ এখানে নেই।" না। তিনি এখানে আছেন।"কি সেটা?' নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার (চৈ.চ.আদি ১৭.২২)। কৃষ্ণ তার নামের মধ্যে আছেন, কৃষ্ণ। এরকম মনে করো না যে হরে কৃষ্ণ, এই নাম কৃষ্ণ নামের থেকে ভিন্ন। পরম। কৃষ্ণ এই কৃষ্ণ বিগ্রহ, নাম কৃষ্ণ ,ব্যাক্তি কৃষ্ণ, সবকিছু, একই পরম সত্য, সেখানে কোন পার্থক্য নেই। সুতবাং এই যুগে শুধুমাত্র জপ। কির্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেৎ (শ্রী.ভা. ১২.৩.৫১) শুধুমাত্র কৃষ্ণের নাম জপ করতে হবে... নাম চিন্তামনি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পূন্য শুদ্ধ নিত্যমুক্ত (চৈ.চ.মধ্য ১৭.১৩৩) এরকম মনে করো না যে কৃষ্ণের নাম কৃষ্ণ থেকে ভিন্ন। এটা পূর্ন্ম। পূর্ণ পুর্ণমাদায় পুর্ণ্যমিদ (ঈশপনিশদ,) সবকিছু পূর্ণ। পূর্ণ মানে সম্পূর্ণ।" আমরা চেষ্টা করেছি ঈশপনিশদ পূর্ণভাবে ব্যাখা করতে। আপনারা পড়েছেন। অতএব কৃষ্ণের পবিত্র নামকে ধরে রাখ। আপনি একই সুবিধা পাবেন যেমন প্রহ্লাদ মহারাজ পেয়েছেন। সরাসরি নৃসিংহদেবের চরন স্পর্শের মধ্যে কোন পার্থক্য নেই। সবসময় এইরকম চিন্তা করুন যে যত তাড়াতাড়ি সম্ভব হরে কৃষ্ণ নাম জপ করতে, আপনি জানবেন যে আপনি জিহ্বা দ্বারা কৃষ্ণকে স্পর্শ করছেন। তারপর আপনি একই সুবিধা পাবেন, যেমন প্রহ্লাদ মহারাজ পেয়েছেন। ধন্যবাদ। ভক্তঃ জয়!