BN/Prabhupada 0766 - কেবল শ্রীমদ্ভাগবত অধ্যয়ন করার দ্বারাই তুমি সুখী হবে। তাই এটি গ্রহণ কর

Revision as of 07:08, 10 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.13.12 -- Geneva, June 3, 1974

শ্রীল প্রভুপাদঃ (পাঠ করছেন) যুধিষ্ঠির মহারাজের ক্ষেত্রে তাঁর পিতৃব্যের উপযুক্ত ভরণপোষণ করাটা ছিল অত্যন্ত স্বাভাবিক কিন্তু ধৃতরাষ্ট্রের দ্বারা এই ধরণের মহান আথিতেয়তা পাওয়া একেবারেই প্রত্যাশিত ছিল না। তিনি তা গ্রহণ করেছিলেন কারণ তিনি ভেবেছিলেন এ ছাড়া তার আর কোন বিকল্প ছিল না। বিদুর বিশেষ করে এসেছিলেন ধৃতরাষ্ট্রকে দিব্যজ্ঞান প্রদান করতে এবং তাকে পারমার্থিক চেতনার উন্নত পর্যায়ে নিয়ে আসতে। আত্মোপলব্ধ ব্যক্তিদের উচিত বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করা এবং বিদুর সেই কারণেই সেখানে এসেছিলেন। কিন্তু পারমার্থিক জ্ঞানের আলোচনা এতোই প্রাণবন্ত যে ধৃতরাষ্ট্রকে উপদেশ দেবার সময়, বিদুর সম্পূর্ণ পরিবারের সকলেরই মনোযোগ আকর্ষণ করেছিলেন। এবং তাঁরা সকলেই তাঁর থেকে শুনে আনন্দ অনুভব করেছিলেন। এটিই হচ্ছে পারমার্থিক উপলব্ধির পন্থা। এই উপদেশ অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করা উচিত এবং যদি তা কোন তত্ত্বদ্রষ্টা পুরুষ কীর্তন করেন, সেটি বদ্ধ জীবের সুপ্ত হৃদয়ে ক্রিয়া করবে। নিরন্তর শ্রবণের দ্বারা যে কোন ব্যক্তি আত্মোপলব্ধির সিদ্ধাবস্থায় পৌঁছুতে পারেন।

সেই কারণে শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রবণম্‌ কীর্তনম্‌ বিষ্ণু স্মরনণম্‌ পাদসেবনম্‌ (ভাগবত ৭/৫/২৩) আমাদের সমস্ত কেন্দ্রগুলোতে এই পন্থা অনুসরণ করা উচিত। এখন আমাদের অনেক গ্রন্থ রয়েছে। আমরা যদি কেবল এই গ্রন্থগুলিই অধ্যয়ন করি... আমাদের যোগেশ্বর প্রভু গ্রন্থ অধ্যয়নে অত্যন্ত উৎসাহী। তাই সকলেরই উচিত গ্রন্থ অধ্যয়ন করা এবং অন্যদের তা শ্রবণ করা উচিত। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রবণম্‌ । তুমি যতই শুনবে ... আমাদের অনেক বই রয়েছে। এখন পর্যন্ত যা কিছুই প্রকাশ হয়েছে... ঠিক যেমন আমরা প্রতিদিন একটি করে শ্লোক আলোচনা করছি। তাই কমপক্ষে ... আমাদের সংগ্রহে বহু বহু শ্লোক রয়েছে... এতোই আছে যে তুমি আগামী ৫০ বছর ধরে সেগুলি আলোচনা করতে পার, এই বইগুলি প্রকাশ হয়েছে, তোমরা সেগুলি পড়তে থাকো। সংগ্রহের কোন অভাব পরবে না।

তো এইভাবে অভ্যাস গড়ে তোলা উচিত। সময় নষ্ট কর না। যতদূর সম্ভব এই চিন্ময় বিষয় শ্রীমদ্ভাগবত শ্রবণ করতে থাকো। যদ্‌ বৈষ্ণবানাম্‌ প্রিয়ম্‌ (ভাগবত ১২.১৩.১৮)। বলা হয়েছে যে, "বৈষ্ণবদের কাছে শ্রীমদ্ভাগবতম্‌ অত্যন্ত প্রিয়।" তোমরা বৃন্দাবনে দেখবে যে তাঁরা সর্বদা শ্রীমদ্ভাগবত পড়েন। সেইটি তাঁদের নিকট তাঁদের জীবন ও আত্মা। এখন পর্যন্ত আমরা ছয়টি খণ্ড প্রকাশ করেছি এবং আরও... কত গুলি? আরও আটটি খণ্ড আসছে? তাহলে তোমাদের কাছে যথেষ্ট সংগ্রহ থাকবে, তাই তোমাদের উচিত সেইগুলি নিত্যদিন অধ্যয়ন করা। শ্রবণম্‌ কীর্তনম্‌ বিষ্ণু। (SB 7.5.23) সেটিই হচ্ছে আমাদের প্রথম কাজ। তারই নাম শুদ্ধ ভক্তি। কারণ আমরা ২৪ ঘণ্টা শ্রবণ কীর্তন করতে পারব না; তাই আমরা আমাদের কার্যক্রম আরও সম্প্রসারিত করেছি, বিভিন্নভাবে আরও অনুষ্ঠানাদি রেখেছি । অন্যথায় শ্রীমদ্ভাগবত এতোই চমৎকার যে তুমি যদি তা যে কোনও স্থান, যে কোনও অবস্থায় কেবলমাত্র ভাগবত অধ্যয়ন কর, তাহলেই তুমি আনন্দে থাকবে। সুতরাং এই পন্থা গ্রহণ কর এবং তোমাদের পারমার্থিক জীবনকে আরও আরও সার্থক করে তোল। অনেক ধন্যবাদ।

ভক্তবৃন্দঃ জয় শ্রীল প্রভুপাদ।