BN/Prabhupada 0850 - যদি তুমি কিছু টাকা পাও, তাহলে গ্রন্থ ছাপিও

Revision as of 07:05, 13 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


750620d - Lecture Arrival - Los Angeles

যদি তুমি কিছু টাকা পাও, তাহলে গ্রন্থ ছাপাবে আমাদের নতুন কিছু আবিষ্কার করার নেই (হাসি) আমরা কিছু বানাই না। এটাই আমাদের পন্থা আমরা কেবল পূর্বতন আচার্যদের আদেশ পালন করি, ব্যাস্‌। আমাদের আন্দোলন খুবই সহজ, কোন নতুন কিছু বানানোর নেই আমরা শুধু পূর্বতন আচার্যদের বলা উপাদেশের পুনরাবৃত্তি করি মাত্র শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে উপদেশ করেছেন, ব্রহ্মা নারদ মুনিকে, নারদ ব্যাসদেবকে, ব্যাসদেব উপদেশ করেছেন মধ্বাচার্যকে এবং এইভাবে একসময় মাধবেন্দ্র পুরী, ঈশ্বর পুরী, শ্রীচৈতন্য মহাপ্রভু, তারপর ষড় গোস্বামী, শ্রীনিবাস আচার্য, কবিরাজ গোস্বামী নরোত্তম দাস ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী, জগন্নাথ দাস বাবাজী, ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজী, ভক্তিসিদ্ধান্ত সরস্বতী, এবং এখন আমরা সেই একই কাজ করছি। কোন পার্থক্য নেই সেটি এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের নির্দিষ্ট পন্থা তোমরা প্রতিদিন গাইছ, গুরুমুখপদ্মবাক্য, চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনের আশা খুব সহজ বিষয়। আমরা গুরু পরম্পরা ধারার মাধ্যমে এই চিন্ময় জ্ঞান পাচ্ছি তাই আমাদেরকে শুধু গুরুর থেকে নির্দেশ গ্রহণ করতে হবে এবন্নগ আমরা যদি তা অন্তর দিয়ে পালন করি সেটাই সার্থকতা। এটি খুব ব্যবহারিক

আমার নিজের কোন ব্যক্তিগত যোগ্যতা নেই, কিন্তু আমি কেবল আমার গুরুদেবকে সন্তুষ্ট করতে চেষ্টা করছি, ব্যাস্‌। আমার গুরু মহারাজ আমাকে বলেছিলেন, "যদি কিছু টাকা পাও, তাহলে বই ছাপাবে" আমাদের মধ্যে একটি একান্ত সাক্ষাতকার, আলোচনা হয়েছিল, আমার কিছু গুরুত্বপূর্ণ গুরুভাইরাও ছিলেন। রাধাকুণ্ডে হয়েছিল। আমার গুরুমহারাজ আমাকে বলেছিলেন যে "যখন থেকে আমাদের এই বাগবাজার মার্বেল মন্দির হয়েছে, তখন থেকেই অনেক সংঘর্ষ চলছে, আর প্রত্যেকেই কিভাবে হয় এই রুম নয় ঐ রুম পাবে, শুধু সেটাই ভাবছে এজন্য আমার ইচ্ছা করে যদি পারতাম, মন্দির আর মন্দিরের মার্বেল বিক্রি করে দিয়ে কিছু বই ছাপাতাম।" হ্যাঁ। তাই আমি এই কথাটি তাঁর শ্রীমুখ থেকে গ্রহণ করেছিলাম যে তিনি গ্রন্থ ভালবাসেন এবং তিনি নিজে আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে, "যদি তুমি টাকা পাও, তাহলে গ্রন্থ ছাপিও" তাই আমি বারবার এই বিষয়ে জোর দিচ্ছি, "বই কোথায়? বই কোথায়? বই কোথায়?" তাই আমাকে দয়া করে সাহায্য কর। এটাই আমার অনুরোধ যত বেশি সম্ভব ভাষায় বই ছাপাও, আর সারা বিশ্বজুড়ে বিতরণ কর তাহলে কৃষ্ণভাবনামৃত আন্দোলন আপনা থেকেই বাড়তে থাকবে তাই শিক্ষিত, বিদ্বান পণ্ডিতেরা এই আন্দোলনের প্রশংসা করছে গ্রন্থ পড়ার দ্বারা, বাস্তব ফল পাবার মাধ্যমে ড. স্টিলসন জুডাহ্‌ একটি বই লিখেছেন, তোমরা হয়ত জান, কৃষ্ণ ... হরে কৃষ্ণ এবং প্রতিসংস্কৃতি, আমাদের আন্দোলন সম্পর্কে খুব সুন্দর একটা বই এবং তিনি এটিকে গুরুত্ব দিচ্ছেন তিনি স্বীকার করেছেন যে, "স্বামীজী, আপনি চমৎকার কাজ করেছেন কারণ আপনি ঘোর মাতাল হিপ্পিদের ভগবানের ভক্ত বানিয়েছেন এবং তাঁরা মানব সমাজের সেবা করতে প্রস্তুত।"