BN/Prabhupada 0988 - তথাকথিত আবেগপ্রবণ ধর্মবাদ শ্রীমদভাগবতমে নেই: Difference between revisions

 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0987 - Don't Think that You will Starve in God Consciousness. You will Never Starve|0987|Prabhupada 0989 - By the Favor of Guru one gets Krsna. This is bhagavad-bhakti-yoga|0989}}
{{1080 videos navigation - All Languages|Bengali|BN/Prabhupada 0987 - মনে করো না যে ভগবৎ ভাবনাময় হলে তুমি অনাহারে থাকবে।তুমি কোনদিনও অনাহারে থাকবে না|0987|BN/Prabhupada 0989 - গুরুদেবের কৃপায় কৃষ্ণ প্রাপ্তি হয়। এটি ভগবদ-ভক্তি-যোগ|0989}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:10, 19 August 2021



740724 - Lecture SB 01.02.20 - New York

এবং প্রসন্নমনসো
ভগবদ্ভক্তি যোগতঃ
ভগবত্তত্ত্ববিজ্ঞানং
মুক্তসঙ্গস্য জায়তে
(ভাগবত ১.২.২০)

ভগবত্তত্ত্ববিজ্ঞানং। এটি আবেগ নয়, এটি বিজ্ঞান। বিজ্ঞানা মানে বিজ্ঞান। ভক্ত হওয়ার অর্থ আবেগপ্রবণতা নয়। ভাবপ্রবণ ব্যক্তির কোনও মূল্য নেই। যার ছিল ... অনুভূতি আছে। এটি আবেগপ্রবণ অনুভুতি... ঠিক যেমন এই বাচ্চাটি নৃত্য করছে। এটি কোন আবেগ নয় - তার কোন আবেগ নেই - সে পারমার্থিক জাগরণ থেকে নৃত্য করছে। এটি কুকুরের নৃত্য নয়। এটি...। যে ভগবানের প্রতি ভালবাসা অনুভব করে, সে নৃত্য করে। যত বেশি কেউ ভগবানের প্রতি ভালবাসা অনুভব করে, সে নৃত্য করতে পারে, সে জপ করতে পারে, সে কাঁদতে পারে। আট ধরণের অষ্টসাত্ত্বিক বিকার রয়েছে (চৈতন্য চরিতামৃত অন্ত ১৪.৯৯) দেহের রূপান্তর, চোখে জল।

তাই ...ভগবত্তত্ত্ববিজ্ঞানং।
জ্ঞানম পরম- গুহ্যম্‌ মে
যদ বিজ্ঞানসমন্বিতম্‌
(ভাগবত ২.৯.৩১)

ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বলেছেন, জ্ঞানম্‌ মে পরম-গুহ্যম্‌। কৃষ্ণের সম্পর্কে জানা, এটি অত্যন্ত গোপনীয়। এটি কোন সাধারণ বস্তু নয়। বিজ্ঞান। তাই বহু বিজ্ঞানীগণ, তারাও আমাদের সংগঠন এ যোগদান করছেন। দর্শনের, রসায়নের, অনেক ডাক্তার তারা বুঝতে পারছেন এটি একটি বিজ্ঞান। এবং তুমি যত বেশি প্রচার করবে, আমি বলতে চাইছি, সমাজের উচ্চতর বৃত্ত, জ্ঞানী বিদ্বান, অধ্যাপক, বিজ্ঞানী, দার্শনিক, তারা যোগ দেবেন। এবং তাদের জন্য আমাদের অনেক গ্রন্থ আছে। আমাদের কাছে আশিটি বই প্রকাশের প্রস্তাব রয়েছে। এর মধ্যে আমরা প্রায় চৌদ্দটি বই প্রকাশ করেছি।

সুতরাং এটি একটি বিজ্ঞান। নাহলে কেন শ্রীমদ্ভা‌গবতম বোঝার জন্য আঠারো হাজার শ্লোক দেয়া হয়েছে? হুঁ? শ্রীমদ্ভা‌গবতমের শুরুতে বলা হয়েছে, ধর্ম প্রোজ্‌ঝিতকৈতবোহত্র (ভাগবত ১.১.২)ঃ প্রতারণা, সংবেদনশীলতা, তথাকথিত ধর্মীয় ব্যবস্থা, প্রোজ্‌ঝিত, তাড়িয়ে দেওয়া হয়। এখানে শ্রীমদ্ভা‌গবতমে তাদের কোনও স্থান নেই।প্রোজ্‌ঝিত। যেমন আপনি ঝাড়ু বা কিছু দিয়ে পরিষ্কার করে ধুলো ফেলে দেন, তেমনি ধূলিকণাযুক্ত জিনিস, তথাকথিত সংবেদনশীল ধর্মবাদ এখানে শ্রীমদ্ভা‌গবতমে নেই। এটি একটি বিজ্ঞান। পরম গুহ্যম্‌ - অত্যন্ত গোপনীয়।