BN/Prabhupada 0027 - তারা জানে না যে পরবর্তী জীবন রয়েছে
Lecture on CC Adi-lila 7.1 -- Atlanta, March 1, 1975
একজন ব্যাক্তির বদ্ধ অবস্থায় বস্তুগত অস্তিত্ব হচ্ছে অসহায়তার অবস্থা। কিন্তু বদ্ধ জীব মায়ার অধীনে অথবা বহিরঙ্গা শক্তির অধীনে, মনে করে যে তিনি তার দেশ, সমাজ, বন্ধুত্ব এবং প্রেমের দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত। জানে না যে মৃত্যুর সময় কেউ রক্ষা করতে পারবে না। " এটা হচ্ছে মায়া। কিন্তু তারা বিশ্বাস করে না। মায়ার বশে, সে বিশ্বাস করে না যে রক্ষার অর্থ কি । রক্ষা মানে জন্ম-মৃত্যুর চক্র থেকে রক্ষা। এটা হচ্ছে সত্যিকারের রক্ষা, কিন্তু ওরা জানে না। (পড়া :) " প্রকৃতির আইন এত শক্তিশালী যে আমাদের বস্তুগত সম্পদ কেউ মৃত্যুর করাল হাত থেকে বাঁচাতে পারবেনা। " সবাই এটা জানে, এটা আমাদের প্রকৃত সমস্যা। " মৃত্যুকে, কে ভয় পায় না? সবাই মৃত্যুকে ভয় পায়, কেন ? কারন সব জীব একদিন মৃত্যুকে প্রাপ্ত করবে। সে শাশ্বত,এইজন্যে জন্ম,মৃত্যু জরা, ব্যাধি এই জিনিস তাকে বিরক্ত করে। কারন জীব শাশ্বত ,তার জন্ম হয় না, না জায়তে, এবং যার জন্ম হয় না তার মৃত্যু হয় না, না মৃয়তে কদাচিত। (ভা.গী.২.২০) এটা আমাদের প্রকৃত অবস্থা, এই কারণে আমরা মৃত্যু কে ভয় পাই। এটা আমাদের স্বাভাবিক প্রবণতা। তাই আমাদের মৃত্যু থেকে বাঁচাতে ... এটা মানব সমাজের প্রথম কর্তব্য। এই কারণে আমরা কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা দিচ্ছি। এটা প্রত্যেকের উদ্দেশ্য হওয়া উচিত এটি হচ্ছে শাস্ত্রের নির্দেশ। যারা অভিভাবক ... সরকার, পিতা, শিক্ষক এরা সবাই বাচ্চার অভিভাবক। তাদের এটা জানা উচিত , কেমন ভাবে রক্ষা করা উচিত এই জগতের। ... ন্ন মোচয়েদ যঃ সমুপেত মৃত্যুম (SB ৫.৫.১৮) তো এমন দর্শন কথায় আছে এই জগতে ? এমন কোন দর্শন নেই। এই এক মাত্র, কৃষ্ণ ভাবনামৃত সংঘ, যে এই দর্শন প্রসারিত করছে। খেয়াল খুশিমত নয়, অনুমোদিত শাস্ত্র, বৈদিক সাহিত্য, কর্তৃপক্ষ আধারে করছে। এটা আমাদের অনুরোধ। আমরা মানব সমাজের উপকারের জন্য বিশ্বব্যাপী বিভিন্ন কেন্দ্র খোলাচ্ছি তারা জীবনের লক্ষ্য জানেনা, তারা জানে না মৃত্যুর পর জীবন আছে। তারা এইসব জানে না। নিঃসন্দেহে পরবর্তী জীবন আছে, এবং আপনি এই জীবনে আপনার পরবর্তী জীবনের প্রস্তুতি করতে পারেন। উচ্চ লোকে উচ্চ ভৌতিক সুখের জন্যে আপনি যেতে পারে। আপনি এখানে একটি নিরাপদ অবস্থানে থাকতে পারেন। " নিরাপদ অর্থ এই জীবনের ভৌতিক সুখ। যেমন বলা হয়েছে,
- যান্তি দেবব্রতা দেবান
- পিতৃন যান্তি পিতৃব্রতাঃ
- ভূতানি যান্তি ভূতেজ্যা
- যান্তি মদযাজিনোহপি মাম
- (ভা.গী.৯.২৫)
সুতরাং আপনি উচ্চ লোকে যাবার জন্যে আপনাকে প্রস্তুতি করতে পারেন, অথবা এই জগতে ভালো স্থান পাবার জন্যে অথবা এমন লোকে যাবার জন্যে যার নিয়ন্ত্রণ ভূত প্রেত করে থাকে। অথবা সেই লোকে যেতে পারেন যেখানে শ্রীকৃষ্ণ থাকেন। আপনার কাছে সব পথ খোলা আছে। যান্তি ভূতেজ্যা ভূতানি মদ-যাজি নোহপি যান্তি মাম। শুধু আপনাকে প্রস্তুত হতে হবে। যুব সমাজের মতো তারা শিক্ষিত হয় কেউ আবার ইঞ্জিনিয়ার হয় , কেউ ডাক্তার হয়, কেউ উকিল হয়, অনেক পেশাদার ব্যক্তি.. এবং তারা শিক্ষা দ্বারা প্রস্তুত, একইভাবে, আপনি আপনার পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হতে পারেন। এটা বোঝা কঠিন নয় । কিন্তু মানুষ বিশ্বাস করে না যে আগামী জীবন আছে। যদিও এটি খুব সাধারণ জ্ঞান। আগামী জীবন আছে কারন কৃষ্ণ বলেছেন এবং একটু বুদ্ধি লাগিয়ে আমরা এই দর্শনটা বুঝতে পারব যে পরবর্তী জীবন আছে। সুতরাং আমাদের প্রস্তাব হল যে "যদি আপনি পরবর্তী জীবনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন, তাহলে ভগবানের ধামে যাবার জন্যে চেষ্টা করতে কি ক্ষতি ? এই আমাদের প্রস্তাব।