BN/Prabhupada 0150 - আমাদের জপ থেকে বিরত থাকা উচিত নয়



Lecture on SB 6.1.15 -- Denver, June 28, 1975

অথাপি তে দেব পদাম্বুজ দেবম্‌ প্রসাদ লেশানুগৃহিতা এব হি জনতি তত্ত্বম্‌ ন চান্য একোপি চিরাং বিচিন্বন্‌ (ভাগবত. ১০.১৪.২৯) যারা কৃষ্ণের অনুগ্রহপ্রাপ্ত তারা কৃষ্ণকে বুঝতে পারে। অন্যরা, ন চান্য একোপি চিরাং বিচিন্বন্‌ চিরাম্‌ মানে লম্বা সময়ের জন্য, যদি অনেক বছর ধরেও তারা ভগবান কি তা জানতে শুধুমাত্র জল্পনা কল্পনা করে, অথবা কৃষ্ণ কি, তাহলে সেই পদ্ধতি আমাদের কাজে আসবে না। এই ধরণের অনেক বৈদিক উপদেশ আছে, অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম্‌ ইন্দ্রিয়ৈ সেবন্মুখে হি জিহ্বাদৌ স্বংয় এব স্ফুরত্যদ (চৈতন্য চরিতামৃত মধ্য ১৭.১৩৬)

কৃষ্ণ, তার নাম, তার যশ, তার বৈশিষ্ট্যাবলী, তার কার্যক্রম... শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ... নামাদি মানে "পবিত্র নাম থেকে শুরু" তাই সম্ভব নয় ... সুতরাং যদি আমরা নিজেদেরকে জড় স্তরে রাখি, তাহলে হাজার বছর আমরা জপ করতে পারি ,এটা খুব কঠিন। এটাকে বলে নামাপরাধ। অবশ্যই, পবিত্র নামটি এত শক্তিশালী যে এমনকি অপরাধের সহিত জপ করলেও, ধীরে ধীরে সে বিশুদ্ধ হয়ে যায়। সেইজন্য আমাদেরকে জপ ছাড়া উচিত নয়, যেকোন পরিস্থিতিতে আমাদের উচিত হরে কৃষ্ণ জপ করা। কিন্তু সতর্কবাণী হলো, যদি আমরা আমাদেরকে জড় স্তরে রাখি তাহলে কৃষ্ণকে বোঝা সম্ভব হবে না, তার পবিত্র নাম, তার বৈশিষ্টবলী, তার যশ, তার কার্যক্রম। এটা সম্ভব হবে না।

তাই পদ্ধতি হলো ভক্তি। এবং যখন আপনি কৃষ্ণকে বোঝার স্তরে আসবেন। তাহলে অবিলম্বে আপনি আধ্যাত্মিক জগতে স্থানান্তরিত হওয়ার জন্য উপযুক্ত হবেন। এটাই ... ভগবদ-গীতায় কৃষ্ণ বলেছেন, ত্ব্যক্তা দেহং পুনর জন্ম নৈতি মামেতি (ভ.গী.৪.৯)